দূতাবাসের সামনে বিস্ফোরণ নিয়ে চিন্তায় ভারত-ইসরায়েল
১ ফেব্রুয়ারি ২০২১ইসরায়েল দূতাবাসের সামনে যে বোমা বিস্ফোরণ হয়, তার তীব্রতা বেশি ছিল না। রাস্তার ডিভাইডারে ফুলের টবে রাখা বোমা ফাটার পর তিনটি গাড়ির কাচ ভাঙে। এর চেয়ে বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহত হননি। দূতাবাসের বাড়ির ক্ষতি হয়নি। কিন্তু দিল্লির অন্যতম সুরক্ষিত এলাকায় ইসরায়েলের দূতাবাসের সামনে এই বিস্ফোরণ ভারত তো বটেই ইসরায়েলের নিরাপত্তা-কর্তাদের রীতিমতো উদ্বেগে রেখেছে। কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার না করলেও তাঁরা মনে করছেন, এটা জঙ্গিদের কাজ। সরকারি সূত্র জানাচ্ছে, ইসরায়েলের তদন্তকারীরাও দিল্লি এসে সবকিছু খতিয়ে দেখতে পারেন।
শুক্রবারই ছিল ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরুর ২৯তম বার্ষিকী।
যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে ইসরায়েলের রাষ্ট্রদূতকে লেখা একটি চিঠিও পাওয়া গিয়েছে, তাতে বলা হয়েছে, এটা ট্রেলার মাত্র। সেখানে সুলেইমানি এবং ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার উল্লেখ করা হয়েছে। এই পরমাণু বিজ্ঞানীকে ইসরায়েল রিমোট কন্ট্রোল অস্ত্রের সাহায্যে হত্যা করেছে বলে অভিযোগ। সেজন্য এই বিস্ফোরণের পিছনে ইরানপন্থী জঙ্গিদের হাত আছে বলে তদন্তকারীদের প্রাথমিকভাবে ধারণা। সে কারণেই বিষয়টি তাঁরা হালকাভাবে নিচ্ছেন না, রীতিমতো গুরুত্ব দিচ্ছেন। এর আগে ২০১২ সালে ইসরায়েলের এক কূটনীতিকের উপর দিল্লিতে হামলা হয়েছিল। সেটাও করেছিল ইরানপন্থী জঙ্গিরা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে কথা বলেছেন। সেদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন, ইসরায়েল সহ সব দেশের কূটনীতিককে সম্পূর্ণ নিরাপত্তা দেবে ভারত।
ভারতও মনে করছে, এই বিস্ফোরণের তীব্রতা খুব কম থাকলেও এই প্রচেষ্টাকে একেবারেই হালকাভাবে নেয়া উচিত নয়। কারণ, গত শুক্রবার যখন এই বিস্ফোরণ হয়, তার দুই কিলোমিটারের মধ্যে বিজয় চকে বিটিং রিট্রিট অনুষ্ঠান চলছিল। সেখানে ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্থল, বিমান ও নৌ-বাহিনীর প্রধানরা। সে কারণেই নিরাপত্তা-কর্তারা অত্যন্ত চিন্তিত।
জিএইচ/এসজি(পিটিআই, ইউএনআই)