দেরি করে অবসরের সুফল
১৬ জুলাই ২০১৩এভাবে অবসর নেয়ার কারণে কাজ পাগল, ব্যস্ত মানুষটি হঠাৎ করেই কাজহীন হয়ে পড়েন৷ তাঁকে সারাদিন ঘরে বসে থাকতে হয়৷ মানুষজনের সঙ্গে যোগাযোগ কমে যায়৷ ফলে অনেকটা হতাশা ঘিরে ধরে তাঁকে৷ আর এভাবেই ‘ডিমেনশিয়া' রোগের জন্ম ঘটে৷
সারা বিশ্বে প্রায় ৩৫ মিলিয়ন মানুষ এই রোগে ভুগছেন৷ এর মধ্যে বেশিরভাগই আলৎসহাইমারের রোগী৷
ফ্রান্সের একদল বিজ্ঞানী সম্প্রতি এক গবেষণা চালিয়ে বলেছেন, দেরি করে অবসর নিলে ডিমেনশিয়া রোগীর সংখ্যা কমতে পারে৷ তাঁরা বলছেন, কোনো ব্যক্তি যদি এক বছর বেশি কাজ করেন তাহলে তাঁর ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩.২ শতাংশ কমে যায়৷
প্রায় পাঁচ লক্ষ মানুষের উপর জরিপ চালিয়ে এসব তথ্য জানতে পেরেছেন ফরাসি বিজ্ঞানীরা৷ যে কোনো বিচারেই এটা অনেক বড় একটা গবেষণা৷ ফলে একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না এর ফলাফল৷
যুক্তরাষ্ট্রের বোস্টনে আলৎসহাইমার বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে এই গবেষণাটি উপস্থাপন করা হয়৷
ফ্রান্সে বর্তমানে সরকারি চাকরি থেকে অবসরের সময়সীমা ৬৫ বছর৷ গবেষক দল বলছেন, চাকরিজীবীরা যতদিন চাইবেন ততদিন তাঁদের কাজ করতে দেয়া উচিত৷ কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো৷
জুন স্প্রিঙ্গার নামের ৯০ বছর বয়সের এক বৃদ্ধ বলছেন, ‘‘সত্যিই কাজের মধ্যে থাকাটা ভালো৷'' আট বছর আগে তাঁকে একটি কোম্পানি ‘রিসেপশনিস্ট'-এর কাজে নিয়োগ দেয়৷ সেই থেকে এখনো তিনি কাজটি করে যাচ্ছেন, এবং মৃত্যু পর্যন্ত তিনি তা করতে চান৷ ‘‘আমি আমার কোম্পানিকে ধন্যবাদ দিতে চাই৷ কেননা তারা আমাকে এই বয়সেও কাজ করতে দিয়েছে৷ আমার মানুষের সঙ্গে মিশতে, প্রতিদিন নতুন নতুন ঘটনার মুখোমুখি হতে ভালো লাগে'', বলেন স্প্রিঙ্গার৷
প্রিয় পাঠক, আপনিও কি চান অবসরে না গিয়ে ইচ্ছামত কাজ চালিয়ে যেতে?
জেডএইচ/ডিজি (এপি)