দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে জার্মানিতে শেখ হাসিনা
২১ অক্টোবর ২০১১জার্মানির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্মৃতি জড়িয়ে আছে৷ ১৯৭৫ সালের ১৫ আগস্ট আততায়ীরা যখন সপরিবারে শেখ মুজিবকে হত্যা করে, সেই ভয়াবহ ঘটনার সময় তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন৷ এমনকি তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়৷ তারপর বহু বছর কেটে গেছে৷ প্রায় ১২ বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনরেকত্রিত জার্মানিতে এসেছেন৷ শনিবার ২২শে অক্টোবর থেকে মঙ্গলবার ২৫শে অক্টোবর পর্যন্ত তাঁর সফর ব্যস্ততায় ভরা৷ বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান এই সফরের কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন৷
সম্প্রতি জার্মানির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে৷ বিগত এক বছরে মন্ত্রী পর্যায়ের সফরগুলির দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে যায়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল'এর আলোচনায় অবশ্যই বিষয়টি স্থান পাবে৷
মুসলিম প্রধান দেশ হয়েও বাংলাদেশ যেভাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক সমাজ গড়ার কাজ চালিয়ে যাচ্ছে, তা জার্মানি সহ গোটা বিশ্বের নজর আকর্ষণ করে থাকে৷ ‘আরব বসন্ত'র পর বিভিন্ন মুসলিম প্রধান দেশ বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে বলেও অনেকে মনে করছেন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক