ধরা যায় এমন থ্রিডি টিভি প্রযুক্তি উদ্ভাবন করল জাপান
২৭ আগস্ট ২০১০এবার বাস্তবে ফিরে আসুন৷ কখনো কী এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভব?.. হয়তো! কিন্তু ভিডিও গেমস খেলার সময় আমরা এমন অবস্থায় অহরহই পড়ছি৷ তবে ভিডিও গেমস আর বাস্তব তো এক কথা নয়৷ কিন্তু যদি এমন হয় যে, আপনি ভিডিও গেমসের অস্ত্রগুলোকে হাত দিয়ে স্পর্শ করতে পারছেন! মনে যদি হয়, আপনার হাতেই অস্ত্রগুলো আছে! হ্যাঁ, হতে পারে৷ জাপানী গবেষকরা অন্তত তাই বলছেন৷ তাঁদের দাবি, তাঁরা স্পর্শ করা যায় এমন থ্রিডি টেলিভিশন প্রযুক্তি উদ্ভাবন করেছেন৷
জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব এডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স এন্ড টেকনোলজির একদল বিজ্ঞানী এই নতুন প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে জড়িত৷ দলটির অন্যতম সিনিয়র বিজ্ঞানী নোরিও নাকামুরা৷ তিনি বলছেন, তাঁদের উদ্ভাবিত প্রযুক্তির কারণে প্রথমবারের মত, বাতাসে ভেসে থাকা থ্রিডি ছবি ধরে দেখা সম্ভব৷ এমনকি হাতের সাহায্যে ছবিগুলোর আকারও পরিবর্তন করা সম্ভব৷ আর এ'কাজে সহায়তা করবে ক্যামেরা - যা হাতের আঙ্গুলের দিকে নজর রেখে ছবিগুলো সেভাবে সাজাবে৷
কবে নাগাদ এই প্রযুক্তির ব্যবহার সম্ভব হবে সে ব্যাপারে অবশ্য কিছু বলেননি গবেষকরা৷ তবে তাঁরা বলছেন, অপারেশনের কাজেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে৷ নাকামুরার মতে, এই প্রযুক্তির সহায়তায় ভার্চুয়াল যাদুঘর বানানো সম্ভব৷ যেখানে স্বাভাবিকভাবে ধরা নিষিদ্ধ এমন সব ভাস্কর্য রাখা যাবে৷ আর ঐ ভাস্কর্যগুলোকে এই প্রযুক্তির সাহায্যে হাত দিয়ে ধরা যাবে৷ এমনকি অন্ধরাও তা ছুঁয়ে দেখতে পারবেন৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী