1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি, জিম্মি পরীক্ষার্থী

৫ নভেম্বর ২০২১

বাংলাদেশে হঠাৎ ডাকা পরিবহণ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা৷ বিপাকে পড়েছেন কলেজের শিক্ষার্থী ও চাকরির পরীক্ষার্থীরা৷ পরিবহণ মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী৷

https://p.dw.com/p/42crN
Bangladesch Dhaka Streik der Transporter
ছবি: Habibur Rahman/ABACA/picture alliance

ডিজেল ও ক্যারোসিনের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার নয়তো ভাড়া বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার হুট করেই ধর্মঘটের ডাক দেয় পরিবহণ মালিক-শ্রমিকদের সংগঠনগুলো৷ এতে সারাদেশেই সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন৷ রাস্তায় নেমে নাকাল হচ্ছেন তারা৷

ঢাকার মিরপুরের একটি শপিং মলের বিক্রয়কর্মী তরিকুল ইসলাম৷ কাজে বেরিয়ে তাকে বহুগুণ বেশি ভাড়া দিয়ে রিকশায় করে কর্মস্থলে যেতে হয়েছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি , "এভাবে হুটহাট বাস বন্ধ করে দেওয়া তো ঠিক না। সমস্যা হলে তারা আলোচনা করে সমাধান করুক, আমাদের জিম্মি করছে কেন?”

মিরপুরের কালশী মোড়ে গাড়ির অপেক্ষায় থাকা শিবলী আহমেদ বললেন, ‘‘পুরবী থেকে রিকশা নিয়ে এখানে এলাম৷ মগবাজারে যেতে মোটরসাইকেলে অনেক টাকা ভাড়া চাইছে। ভাবছি কয়েকজন মিলে অটোরিকশায় যদি যাওয়া যায়৷’’

ভোগান্তিতে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত কলেজের ভর্তি পরীক্ষা এবং দুই ডজন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার্থীরা৷ নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে পরীক্ষার্থীদের৷

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে সকাল ১০টা থেকে ১১টা বাণিজ্য ইউনিটের  ভর্তি পরীক্ষা হওয়ার কথা৷ মোট ২৩ হাজার ৭০০ জন শিক্ষার্থী এই ইউনিটের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন৷ 

সকাল ৯ টার দিকে আগারগাঁও থেকে শ্যামলী হয়ে বিআরটিসির একটি গাবতলীগামী বাস শ্যামলী শিশুমেলার সামনে দাঁড়ালে যাত্রীতে ঠাসা ওই গাড়িতে আরো অনেক মানুষ ঠেলাঠেলি করে ওঠার চেষ্টা করে৷ এই সুযোগে দ্বিগুণ বেড়ে গেছে মোটরসাইকেল, অটোরিকশা এবং রিকশার ভাড়া৷

Bangladesch Streik der Transporter
পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে ঢাকা থেকে ছাড়েনি দূরপাল্লার যান ছবি: Habibur Rahman/aal.photo/imago images

শ্যামোলী স্কয়ারে বহু মানুষকে অপেক্ষা করতে দেখা যায়৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাত কলেজের ভর্তি পরীক্ষার্থী সানজিদা জানান, সকালে আদাবর থেকে নিউ মার্কেট যাওয়ার জন্য শ্যামলীতে বাস না পেয়ে বিপাকে পড়ে যান৷ অনেক্ষণ অপেক্ষা করেও কোনো গাড়ি ধরতে পারেননি৷ 

শ্যামলী থেকে সায়েন্স ল্যাবরেটরিতে যাওয়ার জন্য রিকশা ভাড়া চাওয়া হচ্ছে ১২০ টাকা থেকে দেড়শ টাকা৷ মোটরসাইকেলও একই অবস্থা৷ সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল সুরুজ্জামান বলেন, ‘‘আজ সিএনজি, মোটরসাইকেলওলাদের পোয়াবারো৷ যে যেমন পারছে তেমন ভাড়া চাচ্ছে৷ যাত্রীরাও বাধ্য হয়ে উঠছে৷'' 

সকাল সাড়ে ১০টায় কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ডিপিডিসির নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন বলে বাস না পেয়ে বাধ্য হয়ে মোটরসাইকেলে যাচ্ছেন রহিমা আক্তার নামে এক তরুণী৷ শাহিন আলম নামে আরেক তরুণও সকাল ১০টার ধানমণ্ডির করিমুন্নেছা কলেজে পরীক্ষায় মোটরসাইকেলে চড়লেন৷

সরকার ডিজেল ও কেরোসিনের দাম বুধবার থেকে লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বৃহস্পতিবার ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক-শ্রমিক পক্ষ৷ জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানো না হলে শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশে বাস এবং পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়৷

ভাড়া বাড়াতে মালিকদের কাছ থেকে আবেদন পেয়েছেন এবং সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রোববার বৈঠক ডাকা হয়েছে বলে বিডিনিউজকে জানান বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার৷ সে পর্যন্ত বাস চলাচল ‘স্বাভাবিক থাকবে' বলে তিনি আশা প্রকাশ করলেও বাস্তবে তা হয়নি৷ ঘোষণা অনুযায়ী বাস ও পণ্যবাহী পরিবহন বন্ধ থাকলে যাত্রী ভোগান্তিসহ নিত্যপণ্যের বাজারেও তার প্রভাব পড়তে পারে বলে তিনি মনে করেন৷

Bangladesch AL Parteitag
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের(ফাইল ছবি)ছবি: BD News 24.com

ওবায়দুল কাদেরের আহ্বান

শুক্রবার ঢাকায় নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ তিনি জনভোগান্তির কথা বিবেচনা করে পরিবহণ মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন৷ বলেন, ‘‘ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে পরিবহণ মালিক শ্রমিকরা আজ থেকে পরিবহণ ধর্মঘটের যে ডাক দিয়েছেন, তাতে পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি৷’’

এ সময় তিনি ভাড়া সমন্বয়েরও আশ্বাস দেন৷ ‘‘আগামী ৭ নভেম্বর রোববার বিআরটিএ'র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক হবে৷ সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে,'' বলেন এই মন্ত্রী৷

বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণে অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোলহার বৃদ্ধি করা হয়েছে৷'' বাস্তবভিত্তিক ও যৌক্তিক হারে' টোল বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে সবার প্রতি অনুরোধ জানান সেতুমন্ত্রী৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২০১৯ সালের ছবিঘর 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য