1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মঘটের কারণে জার্মানিতে কয়েকশ ফ্লাইট বাতিল

১৫ মার্চ ২০২২

ঘণ্টায় অন্তত এক ইউরো বেতন বৃদ্ধির দাবিতে জার্মানির কয়েকটি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা ধর্মঘট করছেন৷ সোমবার ছয়টি বিমানবন্দরে ধর্মঘট হয়েছে৷

https://p.dw.com/p/48UKN
ঘণ্টায় অন্তত এক ইউরো বেতন বৃদ্ধির দাবিতে জার্মানির কয়েকটি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা ধর্মঘট করছেন৷ সোমবার ছয়টি বিমানবন্দরে ধর্মঘট হয়েছে৷
ছবি: picture alliance/dpa

মঙ্গলবার সবচেয়ে বড় বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট চলছে৷ এ কারণে সকালের অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে৷

শ্রমিক সংগঠন ভ্যার্দির এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত দুইটা থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ধর্মঘট শুরু হয়েছে৷ পণ্য ও যাত্রী পরিবহণের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীরা ধর্মঘট করছেন৷ জরুরি ট্রানজিট কর্মীরা ধর্মঘটে যুক্ত হননি৷ ফলে ট্রানজিট যাত্রীরা ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ব্যবহার করতে পারছেন৷

হামবুর্গ, স্টুটগার্ট ও কার্লসরুয়ে/বাডেন-বাডেন বিমানবন্দরেও ধর্মঘট হওয়ার কথা রয়েছে৷

জার্মানির দ্বিতীয় বৃহত্তম মিউনিখ বিমানবন্দরে সোমবার বিকাল থেকে ধর্মঘট চলছে৷

এর আগে সোমবার ড্যুসেলডর্ফ, কোলন/বন ও বার্লিনসহ ছয়টি বিমানবন্দরে ধর্মঘটের কারণে কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়৷

দাবি

শ্রমিক সংগঠন ভ্যার্দি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের বেতন আগামী ১২ মাসের জন্য ঘণ্টায় অন্তত এক ইউরো করে বাড়ানোর দাবি জানিয়েছে৷ এ লক্ষ্যে এভিয়েশন সেফটি কোম্পানিগুলোর সংগঠন বিডিএলএস এর সঙ্গে তিন দফা আলোচনা করেছে ভ্যার্দি৷ বুধ ও বৃহস্পতিবার আরো আলোচনা হওয়ার কথা রয়েছে৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য