1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি বিশিষ্ট নাগরিকদের

৩ মে ২০১১

দেশের বিশিষ্ট নাগরিকরা রাষ্ট্র ধর্ম ইসলাম এবং সংবিধানে বিসমিল্লাহ রাখার বিরোধিতা করছেন৷ আর দাবি জানিয়েছেন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার৷ তারা বলেছেন এগুলো সংবিধানের মূল চেতনার পরিপন্থী৷

https://p.dw.com/p/118BA
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেছবি: DW/Harun Ur Rashid Swapan

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি আজ দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছে৷ মত বিনিময় সভায় অধিকাংশ বিশিষ্ট নাগরিক বলেন, সংবিধানে বিসমিল্লাহ রাখা এবং ইসলামকে রাষ্ট্রধর্ম করা সংবিধানের মূল চেতনা ধর্মনিরপেক্ষতার পরিপন্থী৷ তারা ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানান৷ যেমন বললেন অধ্যাপক কবির চৌধুরি৷

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, এই তিনটি বিষয়ই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করে৷

লেখক শাহরিয়ার কবির বলেন, সংবিধানের ৫ম এবং ৮ম সংশোধনী সংবিধানের মূল চরিত্রই পাল্টে দিয়েছে৷ তাই ওই সংশোধনী পুরোপুরি বাতিল করতে হবে৷

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল মনে করেন, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা ঠিক হবেনা৷ কারণ বিশ্বের কোন দেশেই এটাকে নিষিদ্ধ করা হয়নি৷

আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করা ঠিক হবেনা৷ এতে সংঘাত আরো বাড়বে৷ সংসদীয় কমিটি কাল সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক