1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়’

৩০ সেপ্টেম্বর ২০১৫

‘‘এক সময় ‘নাস্তিক’ বলতে বুঝতাম ধর্ম অবমাননাকারী ‘অপদার্থ, কুলাঙ্গার৷’ এখন বুঝি জ্ঞানী, সুশিক্ষিত, মুক্তচিন্তক,’’ ডয়চে ভেলের ফেসবুক পাতায় এক প্রশ্নের জবাবে একথা লিখেছেন একজন পাঠক৷

https://p.dw.com/p/1Gfzo
Bangladesch Opferfest Eid al-Adha 2015 Dhaka
ছবি: picture alliance/epa/A. Abdullah

ডয়চে ভেলের বাংলা বিভাগের ফেসবুক পাতায় পাঠকদের কাছে প্রশ্ন করা হয়, নাস্তিক শব্দটি শুনলে আপনার কী মনে হয়? এর উত্তরেই ওপরের মন্তব্যটি করেছেন ফেসবুকবন্ধু মেহের আলী৷ আর পাঠক জিল্লুর রহমান এর উত্তরে ডয়চে ভেলের কাছে পাল্টা প্রশ্ন রেখেছেন, ‘‘আগে একটা কথার জবাব দেন, একজন আপনার টাকায় খায়, আপনার টাকায় পরে, আপনার টাকায় চলে; কিন্তু আপনার কথা শোনে না৷ তার প্রতি আপনার মনোভাব কী?

আমাদের পাঠক তৌহিদুর রহমান বেশ পরিষ্কারভাবে তাঁর মতামত তুলে ধরেছেন৷ তাঁর মতে, ‘‘ধর্মনিরপেক্ষতার অর্থ রাষ্ট্র নিরপেক্ষ হবে, ব্যক্তি না৷ মুসলিম তার ধর্ম পালন করবে, হিন্দু তারটা, কেউ যদি ধর্মে অবিশ্বাস করে – এটাও তার একান্ত ব্যক্তিগত ব্যাপার৷ রাষ্ট্র বা পৃথিবী তো কারও পৈত্রিক সম্পত্তি না যে, সংখ্যাগরিষ্ঠতার জোরে একটা ধর্ম চাপিয়ে দেয়া হবে৷ কেউ ভুল ধর্ম অনুসরণ করলে বা না করলে তার শাস্তি সৃষ্টিকর্তাই দিবেন, মানুষের এত দুশ্চিন্তা কেন?''

Survey in Dhaka: what do people think about atheists?

জামিল আহমেদ বলছেন, ‘‘প্রকৃত অর্থে নাস্তিক বলে কোনো কিছু নেই, অন্তত বাংলাদেশে তো নেই-ই৷ যে বা যারাই আজকাল নাস্তিকতার দাবি করে, মূলত এরা ইসলাম বিদ্বেষী৷ নাস্তিকতার আঁড়ালে এরা ইসলাম বিরোধীতায় লিপ্ত৷''

‘‘কে নাস্তিক হবে আর কে অনাস্তিক হবে এটা তার নিজের ব্যাপার৷ কারণ আমরা আস্তিক হয়ে নাস্তিকের আনুভূতিতে কোনো দিন আঘাত করি না, কারণ ওটা তার নিজের ‘পার্সোনাল' বিষয়৷ কিন্ত কিছু নাস্তিক যেভাবে, বিশেষ করে অন্য ধর্ম বাদ দিয়ে ইসলাম নিয়ে এমন ভাষায় গালাগাল ও উসকানিমূলক কথা বলে, তাদের আপনি কোন ধরের নাস্তিক বলবেন ?'' নাস্তিক শব্দটি শুনলে বন্ধু আলমগীর কবিরের এই কথাটাই মনে হয়৷

ডয়চে ভেলের পাঠক রকিবুল ইসলাম নাস্তিক শব্দটি সম্পর্কে শুধু নিজের মতামত জানাননি, বাংলাদেশের জনগণ এ বিষয়ে কী ভাবেন – সে সম্পর্কে তাঁর নিজের ধারণার কথাও লিখেছেন আমাদের ফেসবুকে৷ তাঁর মন্তব্য, ‘‘নাস্তিক বলতে তাকে বোঝায় যে কিনা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না৷ কিন্তু বাংলাদেশের নাস্তিকরা বিশেষভাবে পারদর্শী অন্য কারো বিশ্বাসকে আক্রমণ করায়, বিশেষ করে ইসলামকে আক্রমণ করায়৷ তাদের বোকামি ভাবনা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চায়, অথচ তারা নিজেদেরকে খুব জানেওয়ালা মনে করে৷''

নাস্তিক শব্দটা শুনলে মো. রাকিবের শুধু মনে হয়, ‘‘নাস্তিকমুক্ত বাংলাদেশ চাই৷''

অমিক কুমার মনে করেন, নাস্তিকতা মানুষের নিজস্ব স্বকীয়তা৷ কেউ ঈশ্বরকে বিশ্বাস করুক আর না করুক এটা তার নিজস্ব ব্যাপার৷ তবে একজন নাস্তিক ব্যক্তি যদি ঈশ্বরে বিশ্বাসী লোকদের মধ্যে তা প্রচার করে, তাহলে তা এক ধরণের অপরাধের সামিল বলে অমিত কুমার মনে করেন৷ তাছাড়া একজন নাস্তিক ব্যক্তি কেন ঢালাওভাবে সলককে বলে বেড়াবে যে নাস্তিক, এর কারণও অমিত খুঁজে পান না৷

এছাড়া আরো অনেক পাঠক জানিয়েছেন তাঁদের মন্তব্য৷ তাঁদের সেসব মন্তব্য পড়তে ক্লিক করুন এখানে

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য