1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বই নিষিদ্ধ

২৭ ফেব্রুয়ারি ২০২০

মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হাইকোর্ট বুধবার দুটি বইয়ের প্রকাশ, বিক্রি ও বাজারজাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ দিয়ার্ষি আরাগ নামের একজন ব্লগার বই দুটি লিখেছেন৷

https://p.dw.com/p/3YW0h
Gesundheitszentrum für Migrantinnen und Migranten (GfM) in Köln
ছবি: Emma Wallis/InfoMigrants

বই দুটি হচ্ছে ‘দিয়া আরেফিন' ও ‘দিয়া আরেফিনের নানীর বাণী'৷ এসব বইতে দিয়া আরেফিনকে নারী নবি হিসেবে দেখানো হয়েছে৷ তবে ইসলাম ধর্মে মোহাম্মদ (সাঃ) হচ্ছেন শেষ নবি৷ ফলে একজন নারীর নবি হওয়ার কোনো সম্ভাবনা নেই৷

ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার জানান, একজন আইনজীবী বই দুটি আদালতের নজরে এনে বলেনবইগুলোর কন্টেন্টে মুসলমানদের বিশ্বাস ও মোহাম্মদ (সাঃ)-কে ছোটো করে দেখানো হয়েছে৷

বাংলাদেশে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ধর্মনিরপেক্ষ লেখক, ব্লগার, প্রকাশক, যাজক, বিদেশি নাগরিক ও অন্য ধর্মের মানুষের উপর হামলা হয়েছে৷

জেডএইচ/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য