ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বই নিষিদ্ধ
২৭ ফেব্রুয়ারি ২০২০বিজ্ঞাপন
বই দুটি হচ্ছে ‘দিয়া আরেফিন' ও ‘দিয়া আরেফিনের নানীর বাণী'৷ এসব বইতে দিয়া আরেফিনকে নারী নবি হিসেবে দেখানো হয়েছে৷ তবে ইসলাম ধর্মে মোহাম্মদ (সাঃ) হচ্ছেন শেষ নবি৷ ফলে একজন নারীর নবি হওয়ার কোনো সম্ভাবনা নেই৷
ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার জানান, একজন আইনজীবী বই দুটি আদালতের নজরে এনে বলেনবইগুলোর কন্টেন্টে মুসলমানদের বিশ্বাস ও মোহাম্মদ (সাঃ)-কে ছোটো করে দেখানো হয়েছে৷
বাংলাদেশে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ধর্মনিরপেক্ষ লেখক, ব্লগার, প্রকাশক, যাজক, বিদেশি নাগরিক ও অন্য ধর্মের মানুষের উপর হামলা হয়েছে৷
জেডএইচ/কেএম (ডিপিএ)