1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণের শিকার কিশোরীর আকুতি

২৮ আগস্ট ২০১৮

দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে এক কিশোরীকে৷ জোর করে তাঁর শরীরে আঁকা হয়েছে ট্যাটু৷ বন্দিদশা থেকে ছাড়া পেয়ে ধর্ষকদের বিচার চেয়েছেন সেই কিশোরী৷ তাঁর সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন কয়েক হাজার মানুষ৷

https://p.dw.com/p/33tWF
ছবি: youtube.com/chouftv

মরক্কোর রাজা মোহাম্মেদ ফো'র বরাবর করা একটি অনলাইন পিটিশনে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন চব্বিশ হাজারের বেশি মানুষ৷ তাঁরা সবাই দু' মাস আটকে রেখে ধর্ষণ এবং নির্যাতন করা কিশোরিটি যাতে ন্যায় বিচার পান, সেই দাবি জানিয়েছেন৷

‘‘আটকাবস্থায় তাঁর উপর যতরকমের নির্যাতন সম্ভব, সবই করা হয়েছে৷ ১৫ ব্যক্তি তাঁকে ক্রমাগত ধর্ষণ করেছে, পিটিয়েছে, এমনকি তাঁকে ঠিকমতো খাবারও দেয়া হয়নি৷ তাঁর ন্যূতম স্যানিটারি চাহিদাও পূরণ করা হয়নি৷ আটককারীরা তাঁর শরীরে জোরে করে ট্যাটুও এঁকে দিয়েছে,'' জানিয়েছেন অনলাইন পিটিশনের আয়োজকরা৷

সতের বছর বয়সি কিশোরী স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, একদল গুন্ডা জুনমাসে তাঁকে অপহরণের পর দুইমাস উলাদ ইয়াদ নামের ছোট্ট এক শহরে বন্দি করে রাখে৷

বন্দি থাকাকালে কিছু মানুষ অপহরণকারীদের অর্থ দিয়ে তাঁকে ধর্ষণ করতো বলেও জানিয়েছেন ওই তরুণী৷ তিনি বলেন, ‘‘তারা আমাকে খাবার বা পানি দিতো না, এমনকি আমাকে গোসলও করতে দেয়নি৷ আমি তাদের বিচার চাই৷ তারা আমার সঙ্গে যা করছে, তার মূল্য তাদের দিতে হবে৷''

Protest gegen Gewalt gegen Frauen in Marokko
ছবি: picture-alliance/AA/M. Houbais

কিশোরীর বাবা মোহাম্মেদ ডয়চে ভেলের আরবি ভাষাকে জানিয়েছেন, তার মেয়েকে সহায়তা করতে সরকারি কর্মকর্তা, অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকরা বাড়িতে গেছেন৷ তিনি বলেন, ‘‘আমার মেয়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে এবং তাকে মানসিক সহায়তা দিতে একটি মেডিকেল কমিটি গঠন করা হয়েছে৷''

এদিকে, মরক্কোর মানবাধিকার সংগঠনের নাঈমা ওউয়ালি বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, আলোচিত কিশোরীকে অপহরণ এবং ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ১২ ব্যক্তিকে আটক করা হয়েছে৷ আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি৷

উল্লেখ্য, মরক্কোয় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি যৌন সহিংসতার ঘটনা আলোচনায় আসার পর এ সংক্রান্ত আইন এবং শাস্তি আরো কঠোর করার আহ্বান জানিয়েছেন অ্যাক্টিভিস্টরা৷ দেশটির ৫০ শতাংশের বেশি নারী নানাভাবে সহিংসতার শিকার বলেও সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে৷

লুইস সেন্ডার্স ফোর / এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য