1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, কাল থেকে আইন

১২ অক্টোবর ২০২০

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ আজ মন্ত্রিসভার বৈঠকে আইনের এই খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়৷

https://p.dw.com/p/3jmWt
Dhaka Bangladesch 9 von 19
ছবি: DW/Harun Ur Rashid Swapan

একের পর এক যৌন নিপীড়নের ঘটনায় দেশজুড়েপ্রতিবাদ আর বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন' সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির জন্য এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে৷

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘‘সংসদ চালু না থাকায় এটি রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করতে পারবেন৷''

আইনমন্ত্রী আনিসুল হক দৈনিক প্রথম আলোকে বলেন, মঙ্গলবার এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে৷ অর্থাৎ ১৩ অক্টোবর  থেকে এটি আইনে পরিণত হবে৷ এর আগে এটির আইনি যাচাই (ভেটিং) হবে৷

মন্ত্রী জানান, বিদ্যমান আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আছে৷ সেটিকে এখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন করা হয়েছে৷

আইনমন্ত্রী কয়েকদিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, এই আইনটি সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হবে৷

এপিবি/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথমআলো)