1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবিন দত্ত

২ এপ্রিল ২০১২

জার্মানির ফুটবল জগতে বাঙালি বংশোদ্ভূত কোচ রবিন দত্তের উত্থান ছিল দেখার মতো৷ কিন্তু লেভারকুজেন ক্লাবের একের পর এক ব্যর্থতার জের ধরে তাঁকে লেভারকুজেন ক্লাবের কোচ হিসেবে বিদায় নিতে হলো৷

https://p.dw.com/p/14WHx
Leverkusen's head coach Robin Dutt reacts during the German first division Bundesliga soccer match between FC Schalke 04 and Bayer Leverkusen in Gelsenkirchen, Germany, Saturday, March 24, 2012. (Foto:Martin Meissner/AP/dapd) NO MOBILE USE UNTIL 2 HOURS AFTER THE MATCH, WEBSITE USERS ARE OBLIGED TO COMPLY WITH DFL-RESTRICTIONS, SEE INSTRUCTIONS FOR DETAILS.
সমর্থকেরা কোচ রবিন ‘ডুট' বা দত্তকেও রেহাই দেয়নিছবি: dapd

পর পর পাঁচটা ম্যাচে পরাজয়ের ধাক্কা সামলাতে পারলো না লেভারকুজেন৷ বিশেষ করে ফ্রাইবুর্গ'এর মতো টিমের কাছে ০-২ গোলে হারার পর ধৈর্যের বাঁধ ভেঙে পড়লো৷ মাঠে খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব দর্শকদেরও চোখে পড়ছিল৷ দলের সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রুপের ফলে তাদের মনোবলে আরও ধাক্কা খাচ্ছিল৷ সমর্থকেরা কোচ রবিন ‘ডুট' বা দত্তকেও রেহাই দেয় নি৷ এমন ব্যঙ্গ্যাত্মক গান গেয়েছে, যেন ক্লাব প্রতিযোগিতা জিতে বসে আছে৷ এই অবস্থায় ক্লাবের প্রধান কর্মকর্তা ভল্ফগাং হলৎসহয়জার রবিবার বলেন, এবার কিছু একটা না করলে চলছিল না৷ আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে দলকে এভাবে তলিয়ে দিতে যাওয়া বড়ই কঠিন৷ তবে খেলোয়াড়দের সঙ্গে কোচের সম্পর্কের অবনতি সংক্রান্ত যে গুজব শোনা যাচ্ছিল, তা পুরোপুরি ভুল বলে দাবি করেন হলৎসহয়জার৷ রবিন দত্তকে বিদায় জানাতে তাঁর খুবই কষ্ট হচ্ছে, বলেন তিনি৷

firo Fußball,Fussball, 02.12.2011 1. Bundesliga, Saison 2011/2012 Bayer 04 Leverkusen - 1899 Hoffenheim 2:0 Robin Dutt, Trainer Leverkusen, Portrait
রবিন দত্তের উত্থান ছিল দেখার মতোছবি: picture alliance/augenklick/firo Sportphoto

ক্লাবের ব্যর্থতার ফলে রবিন দত্ত নিজেও মর্মাহত৷ এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন৷ সেখানে উত্তরসুরি দুই কোচ – লিভারপুল দলে খেলা ফিনল্যান্ডের খেলোয়াড় সামি হ্যুপিয়ে ও সাশা লেভানদভস্কি'র সামনেই তিনি বলেন, ‘‘আমি সামনের দরজা দিয়ে এই ক্লাবে প্রবেশ করেছি, সামনের দরজা দিয়েই ক্লাব ত্যাগ করবো৷ এই বিচ্ছেদের কারণ বোঝা কঠিন নয়৷ লেভারজুজেন'এর কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি৷'' মাত্র ২৭৫ দিন কোচ হিসেবে দায়িত্ব পালন করে এমন বিদায়ের ফলে খুবই কষ্ট পেয়েছেন তিনি৷ তবে খেলোয়াড়দের প্রতি কোনো অভিযোগ নেই, বলেন রবিন দত্ত৷

রবিন দত্তকে সরালেও তাঁর দায়িত্ব একজনের হাতে তুলে না দিয়ে দুই জন কোচ'কে নিয়োগ করছে লেভারকুজেন৷ হ্যুপিয়ে বলেছেন, এবার দলকে আবার জয়ের পথে নিয়ে আসার চেষ্টা শুরু করতে হবে৷ তিনি লেভারকুজেন দলের খেলোয়াড়দের মধ্যে আবার আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে চান৷ দেরি না করে মঙ্গলবারই এই জোড়া কোচ কাজ শুরু করবেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন/ডিপিএ, এসআইডি
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য