1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধারণার চেয়ে কম ঋণে লড়ছে জার্মানি

২০ জানুয়ারি ২০২১

২০২০ সালে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি চলমান রাখতে সরকারকে ২২ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন ঋণ অনুমোদন করেছিল সংসদ৷ কিন্তু সরকার ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বলে মঙ্গলবার প্রকাশিত তথ্যে জানা গেছে৷

https://p.dw.com/p/3o9r6
ছবি: Kay Nietfeld/dpa/picture-alliance

করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন কোম্পানিকে সহায়তা দিতে এবং রাজস্ব আদায় কম হওয়ায় সরকার চালাতে এই ঋণ নিতে হয়েছে৷

জাতীয় পরিসংখ্যান কার্যালয় গত সপ্তাহে জানায়, ২০২০ সালে জার্মানির জিডিপি কমেছে পাঁচ শতাংশ, যা ২০০৯ সালের অর্থনৈতিক সংকটের সময়ের চেয়ে কম৷ ঐ সময় জিডিপি কমেছিল ৫.৭ শতাংশ৷

করোনা মহামারি শেষ হলে জি-সেভেন দেশগুলোর মধ্যে জার্মানির ডেট রেশিও, অর্থাৎ অনুপাত (মোট সম্পদে ঋণের পরিমাণ) সবচেয়ে কম থাকবে বলে আশা করা হচ্ছে৷

জার্মানির অর্থমন্ত্রী ওলাফ শলৎস এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমরা দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেয়ায় জার্মানি তুলনামূলক ভালো অবস্থায় আছে৷ স্বাস্থ্যরক্ষা, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রক্ষা করা ও চাকরি ধরে রাখতে আমরা অনেক অর্থ ব্যয় করেছি৷ এ কারণে অনেক সুবিধা হয়েছে৷ অর্থনৈতিক উন্নয়ন কিছুটা ভালো অবস্থায় আছে, অল্পসংখ্যক মানুষ চাকরি হারিয়েছে এবং যত নতুন ঋণ লাগবে মনে হয়েছিল তার চেয়ে কম ঋণে কাজ হয়ে গেছে৷''

তবে ২০২১ সালে নতুন ঋণের পরিমাণ ২০২০ সালের চেয়ে বেশি হতে পারে৷ কারণ, বাজেটে ১৮ লাখ ৪৯ হাজার কোটি টাকা নতুন ঋণ চাওয়া হতে পারে৷

কোম্পানি ও চাকরিজীবীদের সুরক্ষায় সরকার প্রায় এক কোটি তিন লাখ কোটি টাকা (এক ট্রিলিয়ন ইউরো) ব্যয়ের অঙ্গীকার করেছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য