1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে আশঙ্কা

৩০ ডিসেম্বর ২০১১

আবারও জ্বালানি তেলের দাম বাড়ায় বাংলাদেশের কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিশ্লেষকরা৷ আর সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম কমান হবে৷

https://p.dw.com/p/13bur
ফাইল ছবিছবি: AP

বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানোকে সহজভাবে নেয়নি সাধারণ মানুষ৷ তারা মনে করেন, এতে তাদের ওপর চাপ বাড়বে৷ বাড়বে বাসভাড়াসহ সবকিছুর দাম৷

গত সেপ্টেম্বর মাস থেকে এনিয়ে ৩ দফায় লিটারে মোট ১৫ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম৷ এখন প্রতি লিটার অকটেনের দাম ৯৪ টাকা, পেট্রোল ৯১, ডিজেল ও কেরোসিন ৬১ এবং ফার্নেস অয়েলের দাম ৬০ টাকা৷

আবারো ডিজেলের দাম বাড়ায় মাথায় হাত পড়েছে বোরো ধানের চাষিদের৷ জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এজাজ আহমেদ বলেন, কৃষিক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়বে সবচেয়ে বেশি৷

কৃষিব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম খালেদ মনে করেন এজন্য কৃষিক্ষেত্রে ডিজেলে ভর্তুকি অব্যাহত রাখা প্রয়োজন৷

এদিকে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরি বরাবরের মত বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দামে সমন্বয় করা হয়েছে৷ তবে তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশেও জ্বালানির দাম কমান হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য