নতুন দিল্লির দুর্গাপূজা সমাচার
সোমবার বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেছেন কৈলাসে স্বামীর ঘরে৷ পিতৃগৃহ এই ধরণীতে তিনি আবার আসবেন এক বছর পর৷ সোমবারই ছিল হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিন৷ ছবিঘরে থাকছে ভারতের দিল্লিতে পূজা উদযাপনের খবর৷
বাঙালির মিলন মেলা
নতুন দিল্লি ও এর আশপাশের এলাকায় ছোটবড় মিলিয়ে প্রায় ৮০০-র কাছাকাছি দুর্গা পূজা হয়৷ বাজেট থাকে মোটামুটি ৭-৮ লাখ থেকে ২ কোটি টাকা৷ দিল্লির বারোয়ারি পুজোতে একটা ঘরোয়া আবহ থাকে৷ সারা বছরের অপেক্ষা শেষে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাঙালিদের মিলন মেলা৷ ছেলেবুড়ো, নবীন-প্রবীণ সবাই মিলে পাত পেড়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়া৷ সব মিলিয়ে চারটা দিন যে কীভাবে কেটে যায়, সেই আনন্দ অনুভূতিটা স্রেফ দিল্লির বঙ্গসন্তানরাই বোঝেন৷
ঐতিহ্যবাহী কালিবাড়ির পূজা
দিল্লিতে ‘থিম’ পূজার পাশাপাশি রয়েছে সাবেকিয়ানার ঐতিহ্যও৷ বিশেষ করে পুরানো পুজোগুলিতে৷ যেমন নতুন দিল্লি কালিবাড়ির পুজো৷ একচালার প্রতিমা, মণ্ডপ সজ্জায় বাহুল্য নেই৷ তবে খাওয়া-দাওয়া, আমোদ-প্রমোদের কমতি নেই৷ পুজোটা নতুন দিল্লি কালিবাড়ির বলে প্রচুর ভক্ত সমাগম হয় এখানে৷ পুজোর জন্য আলাদা বাজেট নেই, কালি মন্দির তহবিল থেকে ব্যয় বহন করা হয়৷
সাবেকিয়ানা ধরে রাখা
নতুন দিল্লি কালিবাড়ি পুজো সমিতির সেক্রেটারি স্বপন গাঙ্গুলি ডয়চে ভেলেকে জানিয়েছেন, এই পুজো শুরু হয়েছিল ১৯৩১ সালে৷ প্রথম বছর থেকে আজ ৮৩ বছর ধরে প্রতিমায় একই রকম সাবেকিয়ানা ধরে রাখা হয়েছে৷
প্রাচীনতম পূজা
দিল্লির প্রাচীনতম পুজো বলতে বোঝায় কাশ্মীরী গেটের পুজো৷ এ বছর সেটা ১০৩ বছরে পড়েছিল৷ ১৯১০ সালে ইংরেজরা যখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে আনে, তখন তার সঙ্গে আসেন সরকারি কর্মচারীরা৷ বাঙালি বাবু, করণিক, অফিসার এবং তাঁদের পরিবার পরিজন৷ তাঁরাই শুরু করে দিল্লির প্রথম দুর্গাপুজো, এমনটাই দাবি পুজো কমিটির৷
জাঁকজমকপূর্ণ পূজা
জাঁকজমক ও মণ্ডপসজ্জায় সব পুজোকে টেক্কা দেয় দিল্লির চিত্তরঞ্জন পার্কের পুজো৷ সাবেক পূর্ববাংলা থেকে আসা রিফিউজি কলোনি আজ দিল্লির অভিজাত কলোনিগুলির অন্যতম৷ সেখানে গোটা পাঁচেক পুজো হয়৷
শান্তি ও সম্প্রীতির বার্তা
দক্ষিণ দিল্লির দ্বারকার দক্ষিণায়নের পূজায় তুলে ধরা হয়েছিল শান্তি ও মৈত্রীর বাণী৷ পুজো কমিটির মতে, দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে ত্রিলোকে ফিরিয়ে এনেছিলেন শান্তি৷ বর্তমান সহিংসতা ও হানাহানি ভরা বিশ্বে তেমনি আসবে শান্তি ও সম্প্রীতির পরিবেশ৷
কড়া নিরাপত্তা
দুর্গাপূজা ও উৎসব মরশুমে দিল্লিতে নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না৷ সিসিটিভি থেকে মেটাল ডিটেক্টর, পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহলদার পুলিশ কোনো কিছুই বাদ ছিল না৷
দূষণ নিয়ে চিন্তা
প্রতিবছরের মতো এবারও দিল্লিতে প্রতিমা বিসর্জনে যমুনার জল দূষণ নিয়ে সকলেই চিন্তিত ছিলেন৷