1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন প্রধানমন্ত্রী খুঁজছে মালয়েশিয়া

১৭ আগস্ট ২০২১

মালয়েশিয়ায় চলমান অর্থনৈতিক এবং স্বাস্থ্য সংকট মোকাবিলায় বিভিন্ন দলের নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশটির রাজা আল-সুলতান আব্দুল্লাহ৷ নতুন প্রধানমন্ত্রীও খুঁজছেন তিনি৷

https://p.dw.com/p/3z5U0
মহিউদ্দিন ইয়াসিন
সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেনছবি: FL Wong/AP/picture alliance

সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন৷ দেশটিতে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক ও করোনাকেন্দ্রিক স্বাস্থ্য সংকটের কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেন তিনি৷ তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়াসিন৷

দেশটির সাংবিধানিক রাজা আল-সুলতান আব্দুল্লাহ মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ করোনার কারণে নতুন নির্বাচনের সম্ভবনা তিনি আগেই উড়িয়ে দিয়েছিলেন৷ তবে নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি৷

রাজার ফরমান মেনে দেশটির সংসদ মঙ্গলবার প্রত্যেক সংসদ সদস্যকে তাদের পছন্দ অনুযায়ী একজনের নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছে৷

সংখ্যাগরিষ্ঠ সাংসদরা যাকে চাইবেন, তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন রাজা৷ তবে দেশটির রাজনৈতিক চিত্রও বদলাতে হবে বলে মত দিয়েছেন তিনি৷

‘‘বিষয়টি শুধু নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নয়, বরং রাজার কাছে তারচেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতির এমন এক ধারা চালু করা যা জনগণের জন্য শান্তিপূর্ণ,’’ রাজা আল-সুলতান আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম৷

উল্লেখ্য, ব্যাপক দুর্নীতিকে কেন্দ্র করে ২০১৮ সালের নির্বাচনে ৬০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ইউএমএনও দলের পতনের পর থেকে মালয়েশিয়াতে রাজনৈতিক অস্থিরতা চলছে৷ সেসময় মাহাথির মোহাম্মদের নেতৃত্বে বিরোধী জোট নির্বাচনে জিতলেও অন্তর্কলহের কারণে জোটটি টেকেনি৷ পরবর্তীতে ইউএমএনওসহ নির্বাচনে হারা কয়েকটি দলকে সঙ্গে নিয়ে একটি জোট গড়তে সক্ষম হন মহিউদ্দিন ইয়াসিন৷

কিন্তু সেই জোটও বেশ ভঙ্গুর ছিল, বিশেষ করে ইউএমএনও-র সঙ্গে অন্য দলগুলোর বনিবনা হচ্ছিল না৷ ফলে দায়িত্ব গ্রহণের মাত্র সতেরো মাসের মাথায় ইয়াসিনকে পদত্যাগ করতে হলো৷

এআই/এসিবি (রয়টার্স, এপি)