1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নদী রক্ষায় ‘বুড়িগঙ্গা রিভার কিপার’

৬ এপ্রিল ২০১১

বুড়িগঙ্গাকে বাঁচাতে ‘বুড়িগঙ্গা রিভার কিপার’ নামে একটি ওয়াচ ডগ গ্রুপ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা৷ তারা বুড়িগঙ্গাকে বাঁচাতে দেশে এবং বিদেশে প্রচারণা চালাবে৷

https://p.dw.com/p/10o0E
ঢাকার প্রাণ প্রবাহ বুড়িগঙ্গা নদী যেমন দূষণে আক্রান্ত, তেমনি প্রতিদিন বেদখল হয়ে যাচ্ছে এই নদীছবি: AP

প্রতিদিন বুড়িগঙ্গার কতটুকু দখল হল, দূষণ কতটুকু বাড়ল তার সরেজমিন রিপোর্ট প্রকাশ করবে এই ‘বুড়িগঙ্গা রিভার কিপার'৷ পর্যায়ক্রমে তাদের এই কার্যক্রম সারাদেশে নদী রক্ষায় বিস্তৃত হবে৷ বাপা'র সমন্বয়কারী স্থপতি ড. ইকবাল হাবিব এ'তথ্য জানিয়েছেন ডয়চে ভেলেকে৷

ঢাকার প্রাণ প্রবাহ বুড়িগঙ্গা নদী যেমন দূষণে আক্রান্ত, তেমনি প্রতিদিন বেদখল হয়ে যাচ্ছে এই নদী৷ তাই বুড়িগঙ্গাকে বাঁচাতে ‘বুড়িগঙ্গা রিভার কিপার' কাজ করবে সরেজমিন৷ এ'নিয়ে বাপা সরকারের নীতি নির্ধারকদের সঙ্গেও কথা বলেছে৷ বুড়িগঙ্গা রক্ষায় সম্পৃক্ত করা হবে সাধারণ মানুষকেও৷ জানালেন ড. ইকবাল হাবিব৷

তিনি বলেন, প্রতিদিন নৌযানে করে ‘বুড়িগঙ্গা রিভার কিপার' গ্রুপের সদস্যরা বুড়িগঙ্গা পরিদর্শন করবেন৷ আর প্রতিদিনের অবস্থা জানান হবে সরকারের নীতি নির্ধারকদের৷ শুধু তাই নয়, আন্তর্জাতিক থিংক ট্যাংকদেরও জানান হবে বুড়িগঙ্গার তথ্য৷ যার উদ্দেশ্য হবে বুড়িগঙ্গার প্রাণ প্রবাহ ফিরিয়ে আনা৷

তিনি জানান, শুধু বুড়িগঙ্গা নয়৷ দেশের সব নদী রক্ষায় এই আন্দোলন বিস্তৃত করা হবে৷

আগামি ১৫ই এপ্রিল থেকে যাত্রা শুরু করবে ‘বুড়িগঙ্গা রিভার কিপার'৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী