1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায়

১০ মার্চ ২০২১

হলদিয়ায় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পরে বুধবার হেলিকপ্টারে নন্দীগ্রামে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একটি মন্দিরে পুজো দেওয়ার পরে মিছিল করার কথা ছিল তার৷ সেখানে পড়ে গিয়ে আহত হন মমতা৷

https://p.dw.com/p/3qRSu
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)ছবি: Prabhakarmani Tewari/DW

মমতার অভিযোগ, মন্দির থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সেখানে ভিড় জমে যায়৷ তার গাড়ির দরজা বন্ধ করতে দেওয়া হয়নি৷ ধস্তাধস্তিতে তিনি পড়ে যান৷ হাঁটুতে চোট লাগে৷ গাড়ির সামনে জড়ো হওয়া সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, চক্রান্ত করে তাকে আঘাত করা হয়েছে৷ ঘটনাস্থলে পুলিশ ছিল না৷

নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে এখন নির্বাচন কমিশনের অধীনে পুলিশ৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে পুলিশ ঘটনাস্থলে ছিল না৷ সেই সুযোগে কিছু লোক তার গাড়ির সামনে চলে আসে৷ গাড়ির দরজা নিয়ে টানাটানি শুরু করে৷ তখনই তিনি আহত হন৷ ঘটনার পরে নন্দীগ্রামের মিছিল বাতিল করে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন মমতা৷ তার পায়ে লেগেছে৷ কলকাতায় তাকে হাসপাতালে ভর্তি করা হতে পারে৷

এসজি/কেএম