নবনিযুক্ত সিইসি কোনো চাপের মধ্যে নেই
১ মার্চ ২০২২তিনি বলেন, আমরা স্বাধীনভাবে কাজ করি এবং করব৷ সফলতা কী হয়, সেটা সবাইকে জানাব৷' নবনিযুক্ত সিইসি মঙ্গলবার সকালে অন্য চার কমিশনারকে সঙ্গে নিয়ে ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন৷
তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, সমঝোতার বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলাপ–আলোচনা করবে৷ এ বিষয়ে আমরা কী করব, সেটি সহকর্মীদের সঙ্গে সভা করে, নিজেদের মধ্যে কাজ করে সিদ্ধান্ত নেব৷ নির্দিষ্টভাবে আমরা কীভাবে এগোব, সে বিষয়ে আমাদের আরও চিন্তাভাবনা করতে হবে৷ '
এক প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, ‘আমার নিজের উচ্চ রক্তচাপ আছে৷ ওই রক্তচাপের সঙ্গে আর একটু দায়িত্বের চাপ আছে৷ পায়ে শিকল পড়ে গেছে৷'
পাঁচ সদস্যের নির্বাচন কমিশন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন৷ সেখানে উপস্থিত ছিলেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম খান, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম প্রমুখ৷
গত শনিবার সন্ধ্যায় সংবিধানের ১১৮(১) অনুযায়ী তাঁদের নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ৷ পরেরদিন রোববার বিকেলে নবনিযুক্ত সিইসি অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল এবং তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক দুই জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমানকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী৷ আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নতুন নির্বাচন কমিশনের অধীনে৷
এনএস/এসিবি (প্রথম আলো)