1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাবিশ্ব

নভচারীদের বিশেষ স্পেসস্যুট

২৭ আগস্ট ২০২৪

আন্তর্জাতিক স্পেসস্টেশন যে উচ্চতায় ঘোরে সেখানে অনেক ঠাণ্ডা এবং কোনো বাতাসও নেই৷ কাজের প্রয়োজনে স্টেশনের বাইরে যেতে হয় নভচারীদের৷ মাত্র ৩০ সেকেন্ড পরই মানুষ মরে যাওয়ার কথা৷ ফলে নভচারীদের বেঁচে থাকার জন্য পরতে হয় একটি বিশেষ স্যুট, যা দেখতে ছোট মহাকাশযানের মতোই৷

https://p.dw.com/p/4jyJj