1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নরসিংদীতে ছাত্রদল-ছাত্রদল সংঘর্ষ, নিহত ২

২৬ মে ২০২৩

নরসিংদীতে জেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে এ পর্যন্ত দুজন প্রাণ হারিয়েছেন৷ সংঘর্ষের সময় গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম (২০) শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷

https://p.dw.com/p/4RqIp
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ৷
নরসিংদীতে জেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তারা মারা যান৷ছবি: DW

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেন৷

তিনি জানান, গতকাল আশরাফুলের অপারেশন হলেও শুক্রবার সকালে তিনি মারা যান৷

গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর থেকে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে পদবঞ্চিতরা৷ পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, গতকাল বিকেল ৪টায় শহরের চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে তাদের ওপর হামলা চালায় অপর পক্ষের ছাত্রদল নেতারা৷ এই সংঘর্ষে গুলিবিদ্ধ হলে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) ও ছাত্রদল কর্মী আশরাফুলকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়৷ তারমধ্যে গতকালই সাদেকুর মারা যান৷

জেকে/এসিবি (ডেইলি স্টার)