নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার ঘটনা তদন্ত করবে দুদক
২৬ জুন ২০১১দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানান তদন্তে সাবেক প্রধানমন্ত্রীর নাম এলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে৷
ঘুষ দেয়ার অভিযোগে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানে নিয়োজিত ক্যানাডার প্রতিষ্ঠান নাইকো রিসোর্সেসকে জরিমানা করেছে সেদেশের একটি আদালত৷ তারা ২০০৫ সালে তখনকার জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনেকে ঘুষ হিসেবে একটি গাড়ি এবং পাঁচ হাজার ডলার ভ্রমনব্যয় দেয়ার কথা স্বীকার করে৷ ছাতকের টেংরা টিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরনের পর এই ঘুষ দেয়ার কথা জানায় তারা৷ এখবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর আজ দুদক চেয়ারম্যান গোলাম রহমান ডয়চে ভেলেকে জানান, এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগসহ পুরো ঘটনার অনুসন্ধান করবেন তারা৷ চলতি সপ্তাহের মধ্যেই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানান তিনি৷
গোলাম রহমান আরও বলেন অনুসন্ধানে মোশাররফ হোসেন ছাড়াও আরো যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে৷ বিষয়টি নিয়ে তারা প্রথমেই সরাসরি মামলা করছেন না৷ অনুসন্ধানে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে মামলা এবং পরবর্তী প্রক্রিয়া নিয়ে তারা এগোবেন৷
মোশাররফ হোসেন অবশ্য ইতিমধ্যে অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাপেক্সের মাধ্যমে তাকে গাড়িটি দেয়া হলেও তিনি তখন তা ফিরিয়ে দেন এবং ব্যবহার করেননি৷ তখন পত্রিকায় গাড়ির ছবিসহ খবর ছাপা হলে তাকে পদত্যাগ করতে হয়েছিল৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম