নাইজেরিয়ার সেনাবাহিনীর গোপন গর্ভপাত কর্মসূচি
নাইজেরিয়ার সেনাবাহিনীর এক গোপন কর্মসূচির আওতায় গত নয় বছরে অন্তত ১০ হাজার গর্ভপাতের ঘটনা ঘটেছে বলে রয়টার্স জানিয়েছে৷ নাইজেরিয়ার সেনাবাহিনী বলেছে তারা এই প্রতিবেদন নিয়ে তদন্ত করবে না, কারণ প্রতিবেদনটি সত্য নয়৷
অন্তত ১০ হাজার গর্ভপাত
বার্তা সংস্থা রয়টার্স বুধবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে বলা হয়, নাইজেরিয়ার সেনাবাহিনী অন্তত ২০১৩ সাল থেকে একটি গোপন ও অবৈধ কর্মসূচি বাস্তবায়ন করেছে৷ এর আওতায় নারী ও মেয়েদের মধ্যে অন্তত ১০ হাজার গর্ভপাতের ঘটনা ঘটেছে৷ ছবিতে ফাতিকে দেখা যাচ্ছে যিনি রয়টার্সকে গর্ভপাতের কথা জানিয়েছেন৷
অনেকে ধর্ষণের শিকার
গর্ভপাত করানো নারী ও মেয়েদের অনেককে ইসলামি জঙ্গিরা অপহরণ করে ধর্ষণ করেছে বলে রয়টার্স বলছে৷ ২০০৯ সাল থেকে উত্তরপূর্ব নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে৷ ছবিতে আরেক নারীকে দেখা যাচ্ছে যিনি নাম প্রকাশ না করে রয়টার্সকে গর্ভপাতের কথা জানিয়েছেন৷
না জানিয়ে গর্ভপাত
অধিকাংশ ক্ষেত্রে নারীদের অনুমতি না নিয়ে গর্ভপাত করানো হয়েছে৷ এমনকি অনেককে বিষয়টি আগে থেকে জানানো হয়নি৷ তাদেরকে স্বাস্থ্য ভালো করার কথা বলে গর্ভপাত-সহায়ক পিল (যেমন ছবিতে মাইসোপ্রস্টল পিল দেখা যাচ্ছে) বা ইনজেকশন দেয়া হয়েছে৷ নারী ও মেয়েরা কয়েক সপ্তাহ থেকে আট পর্যন্ত গর্ভবতী ছিলেন৷ তাদের কয়েকজনের বয়স ১২ ছিল৷
মারধর করা হয়েছে
রয়টার্স বলছে, যারা গর্ভপাত করাতে রাজি ছিল না তাদের মারধর করা হয়েছে, বন্দুকের মুখে আটকে রাখা হয়েছে৷ ছবিতে নাম প্রকাশ না করা এক নারীকে দেখা যাচ্ছে যিনি গর্ভপাতের কথা রয়টার্সকে জানিয়েছেন৷
অনুসন্ধান প্রক্রিয়া
৩৩ জন নারী ও মেয়ে, পাঁচজন স্বাস্থ্যকর্মী ও কর্মসূচির সঙ্গে জড়িত নয়জন নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলে প্রতিবেদনটি প্রকাশ করেছে রয়টার্স৷ এছাড়া সামরিক নথিপত্র ও হাসপাতাল রেকর্ডসেরও সহায়তা নেয়া হয়েছে৷ ছবিতে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি হাসপাতাল দেখা যাচ্ছে৷
‘প্রতিবেদন সত্য নয়’
নাইজেরিয়ার প্রতিরক্ষা প্রধান জেনারেল লাকি ইরাবোর বৃহস্পতিবার জানান, তারা রয়টার্সের প্রতিবেদন নিয়ে কোনো তদন্ত করবেন না, কারণ প্রতিবেদনটি সত্য নয়৷ ছবিতে নাইজেরিয়ার এক সেনাকে দেখা যাচ্ছে যিনি নারীদের গর্ভপাত করাতে নিয়ে যেতেন৷
সেনাবাহিনী-জঙ্গি সংঘাত
গত ১৩ বছর ধরে নাইজেরিয়ার উত্তর-পূ্র্বাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘাতে লিপ্ত আছে সেনাবাহিনী৷ এই সংঘাতে অন্তত তিন লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেব বলছে৷ ছবিতে নাইজেরিয়ার সেনারা বোকো হারামের জব্দ করা একটি পতাকা দেখাচ্ছেন৷