নাইট ক্লাবের হামলাকারী আটক
১৭ জানুয়ারি ২০১৭তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটি বলছে, সম্ভাব্য হামলাকারীর নাম আব্দুলগাদির মাশারিপভ৷ তিনি উজবেকিস্তানের নাগরিক বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে৷ ইস্তানবুলের এসেনইয়ুর্ত এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে তার চার বছরের ছেলে সহ গ্রেপ্তার করা হয়৷ মাশারিপভকে ধরতে যৌথভাবে অভিযান চালায় তুর্কি পুলিশ ও এমআইটি নামের একটি গোয়েন্দা সংস্থা৷ অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিলেন কিরঘিস্তানের এক নাগরিক৷ তাকেও গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়া মিশর, সোমালিয়া ও সেনেগালের তিন নারীকেও একই জায়গা থেকে ধরা হয়েছে৷
পুলিশ গ্রেপ্তারকৃত মাশারিপভের ছবি প্রকাশ করেছে৷
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলডিরিম মঙ্গলবার রিপোর্টারদের জানান, সম্ভাব্য হামলাকারী মাশারিপভকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
নববর্ষ পালনের জন্য ইস্তানবুলের জনপ্রিয় নাইট ক্লাবটিতে সমবেত হয়েছিলেন প্রায় ৭০০ অতিথি৷ মধ্যরাতের এক ঘণ্টার মধ্যেই মাশারিপভ প্রহরারত এক পুলিশ ও নাইটক্লাবের রক্ষীকে গুলি করে ভিতরে ঢোকে ও এলোপাথাড়ি গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যা করে৷ নিহতদের দুই-তৃতীয়াংশ বিদেশি এবং তাদের অনেকেই মধ্যপ্রাচ্যের নাগরিক৷
হামলার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ শুরুর দিকে মূল হামলাকারী কিরঘিস্তানের নাগরিক হতে পারেন বলে ধারণা করা হয়েছিল৷ হামলাকারী চীনের উইগুর সম্প্রদায়ের কেউ হতে পারেন বলেও তুর্কি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল৷
তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস নাইট ক্লাবে হামলার দায় স্বীকার করে৷ তুরস্কে এই প্রথম কোনো হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি৷
মাশারিপভকে জীবিত ধরতে পারার কারণে ইস্তানবুলে আইএস-এর উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ৷
জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স, এপি)