ছিটমহলবাসীর অনশন
৩১ মার্চ ২০১২তবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন অল্প সময়ের মধ্যেই ছিটমহলবাসীর দুঃখের অবসান ঘটবে৷
বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলের বাসিন্দাদের আমরণ অনশনের ১৩তম দিন চলছে৷ তাদের কথা হয় নাগরিকত্ব, নয় মৃত্যু৷ তারা চান তাদের বাংলাদেশ অথবা ভারত যে কোন এক দেশের নাগরিকত্ব দেয়া হোক৷ এরইমধ্যে ২০/২৫ জন ছিটমহলবাসী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন৷ পঞ্চগড়ের পুঁটিমারী এলাকায় এই অনশনে স্থানীয় জন প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করলেও এখন পর্যন্ত ভারত বা বাংলাদেশের প্রশাসনের কোন দায়িত্বশীল কর্মকর্তা সেখানে যাননি৷
বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল আছে৷ আর ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫২টি ছিটমহল আছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ঢাকায় ডিডাব্লিউকে জানিয়েছেন, ছিটমহল বাসীর এই কষ্ট অমানবিক৷ তিনি জানান, এ ব্যাপারে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি সই হয়েছে৷ চুক্তি অনুযায়ী, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহল বাংলাদেশের অংশ হবে৷ আর ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ভারতের অংশ হবে৷ তবে এজন্য ভারতীয় সংসদের অনুমোদন লাগবে৷
ড. গওহর রিজভী বলেন, ভারত সরকার আশ্বাস দিয়েছে তাদের এই সংসদেই চুক্তিটি অনুমোদন হবে৷ আর এই চুক্তি বাস্তবায়নের জন্য ১২ হাজার স্ট্রিপ ম্যাপে (ক্ষুদ্র মানচিত্র) সই করা হয়েছে৷ তিনি আশ্বাস দেন, অল্প সময়ের মধ্যেই ছিটমহলবাসীর দুঃখের অবসান ঘটবে৷
গওহর রিজভী ছিটমহলবাসীকে আর কয়েকটি দিন ধৈর্য ধরার অনুরোধ করেছেন৷ তিনি বলেন, আমি নিশ্চিত সহসাই সুসংবাদ আসবে তাদের জন্য৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম