1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাজমার বার্লিন জয়

১২ অক্টোবর ২০১৩

বার্লিন থেকে ‘বর্ষসেরা নারী নেত্রী’-র পুরস্কার নিলেন নাজমা আক্তার৷ তৈরি পোশাক শিল্পের কর্মী হিসেবে কর্মজীবন শুরু করা বাংলাদেশের এই নারীর হাতে পুরস্কার তুলে দেয়ার অনুষ্ঠানে উপস্থিত সবার পক্ষেই আবেগ সামলানো খুব কঠিন ছিল৷

https://p.dw.com/p/19yJI
Nazma Akter, garment worker leader, Bangladesh, ASTRAIA, Berlin, Germany, award, Female Leader Of The Year, Solidarity with Bangladesh. Nazma Akter receives the ‘Female Leader Of The Year 2013’ award in Berlin from ASTRAIA.
পুরস্কার হাতে নাজমা আক্তারছবি: DW/Ashish Chakraborty

বৃহস্পতিবার বার্লিনে ‘আস্ত্রাইয়া ফিমেল লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৩'-এর ট্রফি হাতে তুলে নেয়ার পর একটা সময় পর্যন্ত কথা বলতেই কষ্ট হচ্ছিল নাজমা আক্তারের৷ আনুষ্ঠানিক বক্তব্যকে ছাপিয়ে উঠে আসছিল ১১ বছর বয়সে মায়ের হাত ধরে পোশাক শিল্পশ্রমিক হিসেবে কাজ শুরু করার স্মৃতি৷ মাস শেষে মাত্র ২৫০ টাকা পাওয়ার জন্য অস্বাস্থ্যকর, অনিরাপদ পরিবেশে হাড়ভাঙা খাটুনি এখনো অবশ্য স্মৃতি হয়ে যায়নি৷ সেই কষ্ট এখনো আছে প্রতিটি শ্রমিকের জীবনে৷

Nazma Akter, garment worker leader, Bangladesh, ASTRAIA, Berlin, Germany, award, Female Leader Of The Year, Solidarity with Bangladesh. Nazma Akter receives the ‘Female Leader Of The Year 2013’ award in Berlin from ASTRAIA.
পরিচালনা পর্ষদের অন্যতম সদস্যের সঙ্গে নাজমাছবি: DW/Ashish Chakraborty

নাজমার বয়স বেড়েছে, বাংলাদেশের পোশাক শিল্প এগিয়েছে অনেক, কারখানা বেড়েছে অনেক, রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে শ্রমিকের রক্ত-ঘাম-জীবনের বিনিময়ে পাওয়া লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা, কিন্তু শ্রমিকদের সব চাহিদার ‘ন্যূনতম' দাবিগুলো এখনো তো পূরণ হয়নি! বার্লিনের বিএমডব্লিউ কার্যালয়ের নীচতলায় সেই কথাগুলোই বলেছেন নাজমা আক্তার৷ বলতে বলতে কেঁদেছেন, জার্মানির বড় বড় তারকাদেরও ছুঁয়ে গেছে তাঁর আবেগ৷ আস্ত্রাইয়ার পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ইয়ুটা ক্লাইনশ্মিট, জার্মানির নারী বিষয়ক ম্যাগাজিন ‘ইমোশন'-এর চিফ এডিটর ডরোটে ব়্যোরিশ এবং পুরস্কারের স্পন্সর বিএমডব্লিউ বার্লিনের বিপণন বিভাগের পরিচালক হান্স রাইনার শ্র্যোডার-এর বক্তব্যেও তাই একটু বেশি জোরালো হয়েছে বাংলাদেশের পোশাক শিল্পের নারী শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশের দাবি৷

Nazma Akter, garment worker leader, Bangladesh, ASTRAIA, Berlin, Germany, award, Female Leader Of The Year, Solidarity with Bangladesh. Nazma Akter receives the ‘Female Leader Of The Year 2013’ award in Berlin from ASTRAIA.
প্রোজেক্টরেও তুলে ধরা হয় পোশাক শিল্প শ্রমিকদের জীবনছবি: DW/Ashish Chakraborty

আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত জার্মানির বেশ কয়েকজন মডেল, অভিনেত্রী, ক্রীড়াবিদ এবং টেলিভিশন উপস্থাপিকার উপস্থিতিতে উজ্জ্বল এ অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন নাজমা আক্তার৷ মিলনমেলায় যখন বিদায়ের সুর বাজছে তখন তিনি বসেছিলেন বাংলাদেশের সব পোশাক শিল্প শ্রমিকের হয়ে ডয়চে ভেলেকে কিছু বলতে৷ সাক্ষাৎকারে বিশ্বের সব দেশের নারীকে নেতৃত্বের পর্যায়ে তুলে আনতে বদ্ধপরিকর আস্ত্রাইয়ার কথা এসেছে৷ সরকার, পোশাক শিল্প মালিক এবং বিদেশে বাংলাদেশের তৈরি পোশাকের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর করণীয় সম্পর্কেও নাজমা আক্তার কথা বলেছেন সহজ ভাষায়৷ তাঁর আশা, এসব বিষয়ে সবার শিগগিরই টনক নড়বে এবং পোশাক শিল্পের শ্রমিকেরা সুদিনের দেখা পাবেন৷

[No title]

প্রতিবেদন ও সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য