নানা রঙের বইমেলা
বইমেলার বাকি আর হাতেগোনা কয়েকদিন৷ এতোদিন ঘুরে ঘুরে বই পছন্দ করলেও শেষ দিকে এসে পছন্দের বই সংগ্রহ করতে পরিবার ও বন্ধুদের নিয়ে মেলায় ভিড় জমাচ্ছেন সবাই৷
উপচেপড়া ভিড়
মেলা শুরুর আগে থেকেই গেটে ভিড় জমান পাঠকেরা৷ যত দ্রুত ঢোকা যাবে, বই পছন্দ করার জন্য মিলবে তত বেশি সময়৷
থাকছে হুইল চেয়ার
টিএসসির পর গাড়িচলাচল বন্ধ৷ তাই মেলার গেট পর্যন্ত হেঁটে চলাফেরা অসুস্থ বা বয়স্কদের জন্য বেশ ক্লান্তিদায়ক৷ তবে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছে একটি সংগঠন৷ বিনামূল্যে তাদের টিএসসি থেকে মেলায় পৌঁছে দিচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা৷
কড়া নিরাপত্তা
বইমেলায় অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে প্রতিবারের মতোই নেয়া হয়েছে কড়া ব্যবস্থা৷ শেষের দিকে চাপ বাড়ায় বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও৷
শিশুপ্রহর
সপ্তাহের ছুটির দিনগুলো একেবারেই শিশুদের৷ টিভির পর্দায় দেখা সিসিমপুরের প্রিয় সব চরিত্র নাজের সামনে দেখে তাদের মুখে আর হাসি ধরে না৷
মজার মজার বই
প্রতিবছরই বইমেলায় বাড়ছে শিশুদের জন্য বইয়ের সংখ্যা৷ মজার মজার বই দেখে কোনটা ফেলে কোনটা নেবো, এমন আনন্দে মাতোয়ারা শিশুরা৷ তবে একবার পছন্দের বই কেনা হয়ে গেলে চোখেমুখেই দেখা যায় আলোর ছটা৷
সুবিধাবঞ্চিত শিশু
বইমেলায় বই কেনার ক্ষমতা নেই পথশিশুদের৷ মেলাই বাইরে ফুল বিক্রি করেই কাটে এদের অনেকের সময়৷ সুবিধাবঞ্চিত সেসব শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য শিক্ষা অনির্বাণ পাঠচক্র আন্দোলন নামে একটি সংগঠনের৷ সংগঠনটি শিশুদের মেলায় ঘুরে দেখাচ্ছে, কিনে দিচ্ছে পছন্দের বই৷
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও ব্যবস্থা
মেলায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও রয়েছে বইয়ের ব্যবস্থা৷ ব্রেইল পদ্ধতিতে ছাপানো বই পড়ে দৃষ্টি প্রতিবন্ধীরাও পাচ্ছেন মজার মজার সব বই পড়ার আনন্দ৷