নাভালনির বিরুদ্ধে নতুন মামলা
২১ অক্টোবর ২০২২তিনি সন্ত্রাসীদের সাহায্য করছেন, কট্টরপন্থার সমর্থনে প্রচার করছেন, এমন একাধিক অভিযোগ সামনে এনে নাভালনির বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে। নাভালনি নিজেই একথা টুইট করে জানিয়েছেন। পুটিন বিরোধী এই রাজনীতিক এখনো জেলে। আপাতত তিনি ১১ বছরের জন্য কারাবাসে। বৃহস্পতিবার নাভালনি লিখেছেন, তার কাছে একটি নতুন নোটিস এসেছে। সেখানে তার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে।
নাভালনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে তিনি পরামর্শ করেছেন। আইনজীবী জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে তার সব মিলিয়ে ৩০ বছর পর্যন্ত জেল হতে পারে।
নতুন অভিযোগে বলা হয়েছে, নাভালনি সন্ত্রাসীদের সমর্থন করছেন। তাদের হয়ে কথা বলছেন। বস্তুত, নাভালনি গ্রেপ্তার হওয়ার পর একটি ইউ টিউব চ্যানেল শুরু হয়েছিল। সেই চ্যানেলটিতে সন্ত্রাসবাদকে মদত দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়াও তার সংস্থা সন্ত্রাসীদের টাকা দিচ্ছে, প্রশিক্ষণের ব্যবস্থা করছে বলে অভিযোগ করা হয়েছে। নাভালনির সহকর্মীদেরও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
২০২১ সালে নাভালনিকে গ্রেপ্তার করেছিলক্রেমলিন। জার্মানি থেকে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, নাভালনিকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল মস্কো। জার্মানিতে তার চিকিৎসা হয়। মৃত্যুমুখ থেকে ফিরে আসেন তিনি। এর পর একের পর এক অভিযোগ আনা হয় এই রাজনীতিবিদের বিরুদ্ধে। আপাতত তিনি ১১ বছরের জন্য কারাবাস করছেন।
এসজি/জিএইচ (এফপি, রয়টার্স)