1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাম মনে রাখা কঠিন নয়!

১২ জানুয়ারি ২০১৬

অন্যের প্রখর স্মৃতিশক্তির পরিচয় পেলে মনে ঈর্ষা জাগতে পারে৷ কিন্তু বিশেষজ্ঞদের মতে, শুধু অনুশীলনের মাধ্যমে যে কেউ ভালো স্মৃতিশক্তির অধিকারী হতে পারে৷ বিচ্ছিন্ন তথ্যের সঙ্গে মনের মধ্যে শুধু একটা ছবি গেঁথে ফেললেই হলো৷

https://p.dw.com/p/1HbiF
Deutschland Mann mit Brille Sprachen Buchstaben
ছবি: Fotolia/lassedesignen

কিছুকাল আগে বরিস কনরাড নতুন বিশ্বরেকর্ড করেছেন৷ মাত্র ১৫ মিনিটে তিনি ২০১টি নাম মুখস্থ করেছিলেন৷

স্মৃতিশক্তি উন্নতির সেরা উপায় জানতে জার্মানির মস্তিষ্ক বিজ্ঞানী বরিস কনরাড-এর মতো বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়৷ তিনি বলেন, ‘‘ছবির উপর ভিত্তি করে নাম মনে রাখা যায়৷ প্রত্যেক নামের জন্য আমার মনে মানানসই ছবি রয়েছে৷ নাম টোমাস হলে টমেটোর কথা ভাবতে পারেন৷ মনে মানুষটার সঙ্গে টমেটোর ছবি গেঁথে রাখতে পারেন৷ যেমন ভেবে নিন, টোমাস কীভাবে টমেটোয় কামড় দিচ্ছে৷''

কিছু নাম অবশ্য মেমারি ট্রেনারদের পক্ষেও মনে রাখা কঠিন, বিশেষ করে বিদেশি নাম হলে৷ তবে বরিস মনে করেন, ‘‘কঠিন নামের ক্ষেত্রেও একই কায়দা কাজে লাগাতে হয়৷ হয়ত একটার বদলে একাধিক ছবি লাগতে পারে৷ গোটা নামের বদলে এক একটা সিলেবল-এর জন্যও আলাদা ছবি ভাবা যেতে পারে৷ সেগুলির সঙ্গে কোনো চেনা শব্দের মিল থাকলেই যথেষ্ট৷ আসলে নাম খুঁজে পেতে ছবি সাইনবোর্ডের মতো কাজ করে৷''

পরীক্ষা আরও কঠিন করে তুলতে স্বেচ্ছাসেবিরা নিজেদের জায়গাও পরিবর্তন করেন৷ কিন্তু কনরাড তাতে মোটেই দমে যাননি৷ ছবি ও সিলেবল সাজিয়ে তিনি ঠিকই নামগুলি মনে রেখেছিলেন৷ তিনি বলেন, ‘‘স্মৃতিভাণ্ডারের ক্ষমতার সীমা কী, তা বলা অসম্ভব৷ কম্পিউটারের হার্ড ডিস্কের মতো কাজ করে না, যাতে হয়ত ৬ টেরাবাইট জায়গা রয়েছে৷ এক না এক দিন ভরে যাবে৷ অন্যদিকে মস্তিষ্কে তথ্য সংহত রাখা হয়৷''

ডেটা গ্লাস-এর মতো ডিভাইস ব্যবহার করে স্মৃতিশক্তির ক্ষমতা বাড়িয়ে তোলা যায় কিনা, স্নায়ুবিজ্ঞানী হিসেবে কনরাড এবার সেই প্রশ্ন তুলছেন৷ আসল ওয়ে-স্টেশনের সঙ্গে ভার্চুয়াল ছবি জুড়ে আরও সহজে তথ্য মনে রাখা যায়৷ সেভাবে ডেটা গ্লাস দিয়ে সরাসরি শিক্ষা গ্রহণ করা যেতে পারে৷ এটা একটা অসাধারণ চ্যালেঞ্জ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান