নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি
১৪ অক্টোবর ২০১১প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার বিকেল থেকেই জমে উঠেছে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারকাজ৷
নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী দুই জন৷ তাদের একজন সেলিনা হায়াত আইভি বলেছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়ে নির্বাচন করছেন৷ জনগণ তার সঙ্গে আছেন৷ তবে তিনি নির্বাচনে কারচুপির আশঙ্কায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, অতীতে নারায়ণগঞ্জে ভোট ডাকাতির ইতিহাস আছে৷
আওয়ামী লীগের আরেক মেয়র প্রার্থী শামীম ওসমান দাবি করেন, দল তাকেই মনোনয়ন দিয়েছে৷ তিনি বলেন, শিগগিরই কেন্দ্রীয় নেতারা তার পক্ষে নির্বাচনী প্রচারে নামবেন৷ তিনি বলেন, সেলিনা হায়াত আইভি তার জন্য কোন সমস্যা নয়৷ তার দম্ভের জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবেন৷
বিএনপির মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, জনগণ বিএনপি তথা ৪ দলীয় জোটকে ভোট দেয়ার অপেক্ষায় আছেন৷ তিনি সেনা মোতয়েনের দাবি জানিয়ে বলেন, নির্বাচনে অংশ নিলেও তিনি ইলেকট্রনিক ভোটিংয়ের বিরুদ্ধে৷
এদিকে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নিয়েছেন তারা৷ যদি প্রয়োজন হয় তাহলে সেনা মোতায়েনের বিষয়টিও তিনি বিবেচনা করবেন৷
বিএনপি'র প্রার্থী তৈমুর আলম খন্দকার ইলেকট্রনিক ভোটিংয়ের বিরুদ্ধে যেসব কথা বলছেন তা বন্ধ করার জন্য তাকে সতর্ক করে দেন প্রধান নির্বাচন কমিশনার৷ তিনি বলেন, এজন্য তার প্রার্থিতা বাতিল হতে পারে৷
এদিকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিস জানিয়েছে, প্রচার চলাকালে কেউ আচরণ বিধি লংঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক