‘নারায়ণগঞ্জে শামীম ওসমানের কার্যত পতন হয়েছে'
২৪ নভেম্বর ২০১৬আইভী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় এ নিয়ে চলছে আলোচনা৷ সবার লেখাতেই উঠে এসেছে আইভী-শামীম দ্বন্দ্বের বিষয়টি৷
দ্বিতীয়বারের মতো এই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য গতকাল বুধবার পদত্যাগ করেন আইভী৷ শামীম ওসমানের এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ গত সিটি করপোরেশন নির্বাচনেও ব্যাপক আলোচনায় ছিল৷ সেবার সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও এবার পেয়েছেন৷ বিএনপির ভোট বর্জনের মধ্যে গত নির্বাচনে শামীমকে এক লাখের বেশি ভোটে হারিয়ে মেয়র হয়েছিলেন আইভী৷
এবারের প্রার্থিতা নিয়েও ছিল গুঞ্জন৷ তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার যে কেবল আইভীকে মনোনয়ন দিয়েছেন তা-ই নয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে তাঁর দলের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে কঠোরভাবে সতর্কও করেছেন৷ আইভীর বিরোধিতায় সরব থাকা শামীম ওসমানকে মঙ্গলবার গণভবনে বৈঠকে শেখ হাসিনা এই সতর্কবার্তা দেন৷ দলীয় শৃঙ্খলা না মানলে কারোরই আওয়ামী লীগে থাকার ‘দরকার নাই' বলে সাফ জানিয়ে দেন শেখ হাসিনা৷
গতবার আওয়ামী লীগ কাউকে আনুষ্ঠানিক সমর্থন না দিলেও কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা শামীমের পক্ষে প্রচার চালিয়েছিলেন৷ ভোটের পর ত্বকী হত্যাকাণ্ড এবং ৭ খুন নিয়ে আইভী ও শামীমের দ্বন্দ্ব চরমে ওঠে৷ প্রকাশ্য সভায় একে অন্যের বিষোদগারের পাশাপাশি টেলিভিশন বিতর্কেও তাদের আক্রমনত্মক কথাবার্তা বলতে শোনা যায়৷ গণভবনের বৈঠকে শেখ হাসিনার সামনেও তারা ঝগড়ায় জড়িয়েছিলেন বলে বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে৷
তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হস্তক্ষেপে কেবল তারা ঐক্যবদ্ধই হননি, বুধবারের সভা শেষে গণভবনে ফটোসেশনেও অংশ নিয়েছেন তাঁরা৷
কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনার এই উদ্যোগের ফলে কি সত্যিই শামিম ওসমানের সঙ্গে সেলিনা হায়াৎ আইভীর দ্বন্দ্বের অবসান হবে? বৈঠিক শেষে শামীম ওসমান ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অন্যান্য নেতারা জানিয়েছেন আইভীর জন্য নয়, ভোটে নৌকা প্রতীকের প্রার্থীকে জেতাতে তাঁরা কাজ করবেন৷
মীর মিশুক আহসান ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘শামীম ওসমান ছাড়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচন আর বিয়ের দাওয়াতে গিয়ে ঢেড়শ ভাজি দিয়ে জাউ ভাত খাওয়া একই কথা৷''
ক্যানাডা প্রবাসী সাংবাদিক সওগত আলী সাগর ফেসবুকে প্রধানমন্ত্রীর উক্তিটির উল্লেখ করেছেন৷ সেখানে তিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর একটি উক্তি, ‘‘
ফুটবল খেলায় গোল দিতে স্ট্রাইকার লাগে৷ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এখন স্ট্রাইকার আইভী, আমি খোঁজ নিয়েছি৷''
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম এর জ্যেষ্ঠ সাংবাদিক গাজী নাসিরউদ্দীন আহমেদ ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘
‘‘ময়মনসিংহে মতিউর রহমান এবং নারায়ণগঞ্জে শামীম ওসমানের কার্যত পতন হয়েছে৷ কুমিল্লার আফজাল খান এবং লক্ষ্মীপুরের তাহেরের কি অবস্থা? আইভি আওয়ামী লীগের কাছে ধৈর্যের পরীক্ষা দিয়ে পাস করেছেন৷ আওয়ামী লীগ তার কর্মীর ধৈর্য পরীক্ষা করতেই পারে৷ সরকার কিন্তু বিচার ঝুলিয়ে রেখে জনগণের ধৈর্যের পরীক্ষা নিতে পারে না৷ ত্বকি হত্যার বিচার এখনও শুরু হয়নি কেন?''
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী