নারী চরিত্রের বিখ্যাত যাত্রানট চপলরানির ভূমিকায় ঋতুপর্ণ
২৮ ডিসেম্বর ২০১০‘‘আরেকটি প্রেমের গল্প'', এই ছবিটির মূল বিষয় সমকামী প্রেম৷ দুজন পুরুষের মধ্যে সম্পর্ক৷ এমন সাহসী এবং বিতর্কিত বিষয় নিয়ে দর্শকদের সঙ্গে এত সরাসরি, এত কুন্ঠাহীন কথোপকথন এর আগে বাংলা সিনেমায় হয়নি৷ কিন্তু কীভাবে যেন, এই ছবির মূল বিষয়ের থেকে নজর সরে যাচ্ছে নির্দিষ্ট একজন অভিনেতার ওপর৷ যেহেতু সেই অভিনেতার নাম ঋতুপর্ণ ঘোষ৷ পরিচালক ঋতুপর্ণ এই ছবিতে নিজের ভূমিকাতেই অভিনয় করেছেন বলা চলে৷ অর্থাৎ এমন একজন চিত্র পরিচালকের ভূমিকায়, যিনি আদতে পুরুষ হলেও মানসিকতায় এবং বহিরঙ্গে একজন নারী৷
যদিও এই ছবির মূল কাহিনি, একদা যাত্রার জগতে চপলরানি নামে বিখ্যাত, নারী চরিত্রের বিখ্যাত পুরুষ অভিনেতা চপল কুমার ভাদুড়ির জীবনের কিছু সত্যি ঘটনা নিয়ে৷ চপলবাবু কিন্তু মনে করছেন যে বাস্তবের প্রতি অনুগতই থেকেছে ‘‘আরেকটি প্রেমের গল্প''৷
চলচ্চিত্র সমালোচকদের একাংশ কিন্তু মনে করছেন যে চপলরানির গল্প ঋতুপর্ণ সুকৌশলে ব্যবহার করেছেন নিজেদের, অর্থাৎ নারী মানসিকতার পুরুষদের কথা বলার জন্য৷ তবে সবাই একবাক্যে তারিফ করেছেন ঋতুপর্ণের অভিনয়ের৷ এমনকী চপলরানি নিজেও প্রশংসায় পঞ্চমুখ৷
এই ছবিতে অভিনয়ের পর কী মনে হল জানতে চাওয়ায় চপলরানী যা বললেন, তাতে কিন্তু স্পষ্ট পাওয়া গেল আফশোসের সুর৷
আলাপচারিতা শেষ হওয়ার পর চপলরানি বললেন, তাঁর একটাই প্রশ্ন আছে৷ ‘‘আরেকটি প্রেমের গল্প'' ছবি হিসেবে সফল হল, কিন্তু তিনি কী পেলেন? তাঁদের মত পুরুষ অভিনেত্রীরা কী পেলেন? বললেন, আপনি তো সাংবাদিক৷ আপনি জিজ্ঞেস করে দেখুন না সবার কাছে৷ চপলরানিদের সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গী কি এতটুকু পাল্টাল?
প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক