নারী ফুটবল বিশ্বকাপের তারকারা
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ২০২৩ সালের নারীদের ফুটবল বিশ্বকাপ৷ ছবিঘরে দেখুন এবারের তারকা খেলোয়াড়দের৷
জার্মানির আলেকজান্ড্রা পপ
২০২২ সালের ইউরো কাপে ‘পপি’ জার্মানিকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে যান৷ জার্মান দলকে এবারের বিশ্বকাপেও নেতৃত্ব দিচ্ছেন এই ৩২ বছর বয়েসি স্ট্রাইকার৷
স্পেনের আলেক্সিয়া পুতেয়াস
২৯ বছর বয়েসি বার্সেলোনার এই খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগে জেতান তার দলকে৷ ২০২১ ও ২০২২ ব্যালন ডি’ওর পুরস্কার পান৷
নাইজেরিয়ার আসিসাত ওশোয়ালা
২৮ বছর বয়েসি আসিসাত আফ্রিকান নারী ফুটবলের কিংবদন্তী খেলোয়াড়৷ ২০১৪ সালে তিনি আফ্রিকান বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার পান৷
ব্রাজিলের মার্তা
৩৭ বছরের মার্তা এবার তার জীবনের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেবেন৷ হয়তো এটাই মার্তার খেলোয়াড় জীবনের শেষ বিশ্বকাপ৷
যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মর্গান
এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত নামগুলির মধ্যে জ্বলজ্বল করছে মর্গানের নাম৷ ২০১৫ ও ২০১৯ সালের পর এবার আবার তার দেশের দলকে জেতানোর জন্য লড়বেন তিনি৷
অস্ট্রেলিয়ার স্যাম কের
দুনিয়ার সেরা স্ট্রাইকারদের তালিকায় অবশ্যিই থাকবে স্যাম কেরের নাম৷ ২৯ বছর বয়েসি এই খেলোয়াড় চেলসি ক্লাবের জন্যেও খেলেন৷
ডেনমার্কের পেরনিল হার্ডার
২০২২ পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় ছিলেন পেরনিল৷ ২০২০ সালে সাড়ে তিন লাখ ইউরো দিয়ে তাকে ‘কেনে’ চেলসি৷ বিশ্বকাপ শেষে তাকে দেখা যাবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের জন্য খেলতে৷
নরওয়ের আদা হেগেরবার্গ
২৮ বছর বয়েসি আদার ঝুলিতে যত পুরস্কার আছে, তা আসলেই চোখ ধাঁধানোর মতো৷ চ্যাম্পিয়ন্স লিগ ছয়বার, অলিম্পিক লিওঁ ছয়বার ও ফরাসী চ্যাম্পিয়নশিপ আটবার জিতেছেন তিনি৷
ক্যানাডার ক্রিস্টিন সিনক্লেয়ার
৪০ বছর বয়েসি এবারের বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়৷ ১৪বার ক্যানাডার বর্ষসেরা ফুটবলার শিরোপা জিতেছেন তিনি৷ এবারের বিশ্বকাপে গোল দিলে বিশ্বরেকর্ড গড়বেন তিনি৷ এর আগে পুরুষ বা নারী, কোনো খেলোয়াড়ই ছয়টি বিশ্বকাপেই গোল দেননি৷
ইংল্যান্ডের কিরা ওয়ালশ
২০২২ সালে পেরনিল হার্ডারকে পেছনে ফেলে সবচেয়ে দামী খেলোয়াড়ের খেতাব ছিনিয়ে নেন৷ ম্যাঞ্চেস্টার সিটি ক্লাব থেকে এফসি বার্সেলোনায় যান তিনি, ক্লাবের খরচ হয় চার থেকে পাঁচ লাখ ইউরো!
জাপানের সাকি কুমাগা
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার জন্য খেলবেন ৩২ বছর বয়েসি এই জাপানি খেলোয়াড়৷ ডিফেন্স বিশেষজ্ঞ কুমাগা ২০০৮ সালে জাপানের জাতীয় দলের সাথে খেলা শুরু করেন তিনি৷ শুটআউট রাউন্ডে তার খেলা চমক দেখায়৷