নারীদের নিয়ে বাজে মন্তব্য নয়
১৮ মে ২০১৩বছর দুই আগে উষা বিশ্বকর্মা নামের এক তরুণী এই দলটি গড়ে তোলেন৷ প্রথম দিকে তাঁর সঙ্গে ১৫ জন থাকলেও এখন সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১০০৷
‘রেড ব্রিগেড' গড়ে তোলার উদ্দেশ্য সম্পর্কে বিশ্বকর্মা বলেন, ছেলেদের কটূক্তি থেকে বাঁচতে, ‘ইভ টিজিং'-এর হাত থেকে রক্ষা পেতে তাঁর অনেক বান্ধবীকে লেখাপড়া ছেড়ে দিতে দেখেছেন তিনি৷ বিষয়টা তাঁকে আহত করেছে৷ কিছু খারাপ ছেলের জন্য মেয়েরা বাইরে যেতে পারবেনা, লেখাপড়া করতে পারবেনা, এ কেমন কথা!
তিনি বলেন, ছেলেদের এমন আচরণ সম্পর্কে পুলিশের কাছে নালিশ জানালে উল্টো পুলিশ তাঁদের সেসব সহ্য করার পরামর্শ দেয়৷
এসব দেখেশুনে বিশ্বকর্মা রেড ব্রিগেড তৈরির পরিকল্পনা নেন৷ সংগঠনের মেয়েরা দলবদ্ধ হয়ে ছেলেদের এমন আচরণের প্রতিবাদ করেন৷
আফরিন খান নামের ১৬ বছরের এক রেড ব্রিগেড সদস্য তাঁর অভিজ্ঞতা শুনিয়েছেন বার্তা সংস্থা এএফপিকে৷ তিনি বলেন, রাস্তাঘাটে চলার সময় প্রায়ই ছেলেরা তাঁর স্তন নিয়ে বাজে মন্তব্য করতো৷ হঠাৎ একদিন এক ছেলে এসে তাঁর অন্তর্বাসের বন্ধনী ধরে টান দেয়৷ সেসময় তিনি ঐ ছেলের কাছে থাকা ব্যাট দিয়ে ছেলেটিকে আঘাত করেন৷
এ-তো গেল ব্যক্তিগত অভিজ্ঞতার কথা৷ এবার রেড ব্রিগেডের দলগত কাজের একটি উদাহরণ শুনুন৷ কিছুদিন আগে একদল ছেলে তরুণী এক মেয়েকে উত্যক্ত করছিল আর তাঁর মোবাইলে খারাপ বার্তা পাঠাচ্ছিল৷ রেড ব্রিগেডের সদস্যরা এই খবর পেয়ে ঐ ছেলেদের শায়েস্তা করে এসেছে৷ ‘‘আমরা তাদের ধরে স্যান্ডেল দিয়ে পিটিয়েছে৷ আর তাতেই তারা পালিয়ে যায়৷ যাওয়ার সময় তারা ভবিষ্যতে এই ধরণের কাজ আর করবে না বলে অঙ্গীকার করেছে,'' বলেন রেড ব্রিগেড সদস্য প্রীতি বর্মা৷
এদিকে গত ডিসেম্বর মাসে দিল্লির এক চলন্ত বাসে ধর্ষণের ঘটনার পর, রেড ব্রিগেড সদস্যরা এখন মার্শাল আর্ট শিখছেন৷ প্রীতি বর্মা বলেন, ‘‘আক্রমণকারীর বিশেষ জায়গায় কীভাবে আঘাত করতে হয়, তাও আমরা শিখছি৷''
জেডএইচ/ডিজি (এএফপি)