নারীদের ফুটবল বিশ্বকাপ
নারীদের ফুটবল বিশ্বকাপের অষ্টম আসর চলছে ফ্রান্সে৷ এক মাসের এই আসরে ফাইনাল হবে ৭ জুলাই৷ চলতি আসর সম্পর্কে জেনে নিন ছবিঘরে...
এবারও ভালো অবস্থানে যুক্তরাষ্ট্র
নারীদের ফুটবল বিশ্বকাপে এর আগের সাতটি আসরে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র৷ এবারও শেষ চারে পৌঁছেছে দেশটি৷
গোল্ডেন বুটের দৌড়ে তিনজন
এবার ফিফা উইমেন্স ওয়াল্ডকাপে কোয়ার্টার ফাইনাল খেলায় পাঁচটি করে গোল করেছেন চারজন৷ তাঁদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের- অ্যালেক্স মর্গান ও মেগান রেপিনো (ছবিতে)৷ বাকি দুজন ইংল্যান্ডের অ্যালেন হোয়াইট ও অস্ট্রেলিয়ার স্যাম কের৷ অস্ট্রেলিয়া রাউন্ড অফ সিক্সটিন থেকে বাদ পড়ায় কের ছাড়া বাকি তিনজন আছেন গোল্ডেন বুট পাওয়ার প্রতিযোগিতায়৷
প্রথম সেমিফাইনালে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড
মঙ্গলবার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৯টায় ‘স্টাডে দি লিওঁ’-তে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল৷
দ্বিতীয় সেমিফাইনাল নেদারল্যান্ডস বনাম সুইডেন
বুধবার স্থানীয় সময় রাত ৯টায় স্টাডে দি লিওঁ-তে অনুষ্ঠিত হবে এই ম্যাচ৷
কোয়ার্টার ফাইনালে বাদ জার্মানি
সুইডেনের কাছে ২-১ গোলে হেরে এবারের আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় দুইবারের চ্যাম্পিয়ন জার্মানি৷
এগোতে পারেনি ব্রাজিল-আর্জেন্টিনা
এবার নারীদের বিশ্বকাপ ফুটবল আসরে মোট ২৪টি দেশ অংশ নিচ্ছে৷ ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এই টুর্নামেন্টে ভালো করতে পারেনি৷ ব্রাজিল রাউন্ড অফ সিক্সটিন পর্যন্ত আসতে পারলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা৷