1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীর গায়ে হাত দিলো পুলিশ

২৭ জুন ২০১৮

ভারতের মুম্বইয়ের এক রেলওয়ে পুলিশ কন্সটেবল স্টেশনে অপেক্ষারত এক নারীর গায়ে আপত্তিকরভাবে হাত দিয়েছিলেন৷ কিন্তু স্টেশনের লোকেরা তা দেখে ফেলে৷

https://p.dw.com/p/30MP9
Indien Zugabteile für Frauen
ছবি: picture-alliance/dpa

রাস্তাঘাটে মেয়েদের যৌন হয়রানি তো এখন নিত্যদিনের ঘটনা৷ বিশেষ করে ভারতে প্রায়ই এমন ঘটনার শিকার হচ্ছেন নারীরা৷ সবশেষ বুধবার এক নারীর গায়ে আপত্তিকরভাবে হাত দিয়েছেন এক রেলওয়ে পুলিশের কন্সটেবল৷ ঐ পুলিশ কন্সটেবল মুম্বইয়ের কল্যাণ রেলওয়ে স্টেশনে কর্মরত৷

সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ঐ কন্সটেবল তাঁর পাশে বসে থাকা এক নারীর পিঠে অযাচিতভাবে হাত দিচ্ছেন৷ নারী ও তাঁর সঙ্গী কল্যাণ রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় ছিলেন৷

‘‘আমরা ভিডিওটি দেখার পর ঐ কন্সটেবলকে তাৎক্ষণিকভাবে সাসডেন্ড করেছি এবং একটি তদন্তের নির্দেশ দিয়েছি৷'' এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় রেলের বিভাগীয় কমিশনার শচীন ভালোড়ে এ কথা বলেন৷

স্টেশনে থাকা অন্য যাত্রীরা বিষয়টি খেয়াল করে চড়াও হন ঐ পুলিশ কন্সটেবলের ওপর৷ ভিডিওতে শোনা যায় যে, তারা বলছেন ঐ কন্সটেবলকে নিরাপত্তাকর্মীদের হাতে ধরিয়ে দিতে৷

সদ্য প্রকাশিত থমসন রয়টার্স ফাউন্ডেশনের এক জরিপ অনুযায়ী, নারীর জন্য সবচেয়ে অনিরাপদ দেশগুলোর মধ্যে ভারত এক নম্বরে৷

জেডএ/ডিজি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য