‘নাশকতামূলক কর্মকাণ্ড’, জার্মানিতে রেল বিপর্যয়
৯ অক্টোবর ২০২২শনিবার জার্মানির উত্তরাঞ্চলে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল৷ এটিকে দেশটির রেল যোগাযোগে বড় ধরণের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে৷ জার্মানির রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডয়চে বান জানিয়েছে, নেটওয়ার্কের তারে ‘নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে’ সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে তারা৷ এই বিষয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে বলে জানায় সংস্থাটি৷
এই ঘটনার পেছনে কারা দায়ী থাকতে পারে প্রাথমিক সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি৷ তবে তদন্তকারীরা জানিয়েছেন বার্লিনে একটি জায়গায় এবং পশ্চিমাঞ্চলের রাজ্য নর্থ রাইন ওয়েস্টফেলিয়ার আারেকটি জায়গায় যোগাযোগের তার কেটে ফেলা হয়েছিল৷
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী নান্সি ফেজার জানিয়েছেন, এটি ‘ইচ্ছাকৃত কাজ’ বলেই কর্তৃপক্ষের ধারণা৷ আর যোগাযোগমন্ত্রী ফলকার ভিসিং বলেন, ‘‘এটি যে একটি পরিকল্পিত ও বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড সেটি পরিষ্কার৷’’
এর আগে শনিবার সকালে ডয়চে বান জানিয়েছিল, লাইনে কারিগরি ত্রুটির কারণে উত্তরাঞ্চলের একটি বড় অংশে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে৷ এর ফলে জার্মানির ভেতরে চলাচলকারী ট্রেনের পাশাপাশি আন্তর্জাতিক রুটের ট্রেনেও প্রভাব পড়ে৷
হামবুর্গ, শ্লেসভিশ-হলশ্টাইন এবং লোয়ার স্যাক্সনি থেকে কাসেল-ভিলহেল্মসহোয়ে, বার্লিন ও নর্থ রাইন ওয়েস্টফেলিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল৷ বার্লিন, হ্যানোফার ও নর্থ রাইন ওয়েস্টফেলিয়ার মধ্যে চলাচলকারী দ্রুত গতির আইসিই ট্রেনের চলাচলেও বাধা পড়ে৷ বার্লিন থেকে অ্যামস্টারডামে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়৷
সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ট্রেনের সময়সীমায় বিলম্ব বা ট্রেন বাতিল হওয়ায় সাধারণ ঘটনায় পরিণত হয়েছে৷ তবে শনিবারের ঘটনাকে আলাদাভাবেই দেখা হচ্ছে৷ কেননা গত মাসে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে সন্দেহজনক নাশকতামূলক কর্মকাণ্ডের পর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ব্যাপারে সতর্কতা জারি করেছিল ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন৷
এফএম/এডিকে (এএফপি,ডিপিএ)