নিখুঁত আর মসৃণ শেভ করবেন যেভাবে
বর্তমান যুগে ছেলেদের দাড়ি রাখা ফ্যাশন হলেও, বেশিরভাগ পুরুষই কিন্তু দাড়ি কামান বা শেভ করেন৷ নিখুঁত ও মসৃণ শেভ করার কিছু উপায় জানিয়েছেন এক জার্মান ত্বক বিশেষজ্ঞ৷ দেখে নিন ছবিঘরে৷
জার্মান পুরুষরা যা করেন
সময় বাঁচাতে কেউ কেউ গাল না ভিজিয়েই ইলেক্ট্রিক সেভার দিয়ে খুব সহজেই দাড়ি কেটে ফেলেন৷ অবশ্য এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়৷ এক সমীক্ষা থকে জানা গেছে, জার্মানির শতকরা ৬৮ ভাগ পুরুষ মুখে ফোম লাগিয়ে ব্লেড দিয়েই শেভ করেন৷
পূর্ব প্রস্তুতি
পারফেক্ট শেভের জন্য প্রয়োজন কিছুটা পূর্ব প্রস্তুতির৷ দাড়ি কাটার আগে পুরো মুখটা ভালো করে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন৷ ভালো হয় যদি মাঝে মাঝে ফেস পিলিং বা স্ক্রাব করেন৷ এতে মরা ত্বক উঠে গিয়ে শেভ করতে বাড়তি সুবিধা হবে৷ যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ত্বকে হেয়ার অয়েলও ব্যবহার করতে পারেন৷
ফোম
শেভ করার আগে সাবান বা ফোম একটু বেশি করে লাগাবেন এবং কমপক্ষে দুই থেকে তিন মিনিট লাগিয়ে রাখবেন৷ এতে দাড়ি যত নরম হবে, দাড়ি কাটাও ঠিক ততটাই সহজ হবে৷ দাড়ি আর্দ্র থাকলে ব্লেডেও চাপ কম পড়বে৷ আর হ্যাঁ, অপেক্ষা করার সময়টুকুতে দাঁত ব্রাশ কিংবা অন্য কিছুও করে ফেলতে পারেন!
কেটে গেলে
দাড়ি কাটার সময় একটু-আধটু কেটে যেতে পারে৷ এক্ষেত্রে ছোট একটি বরফের টুকরো পাতলা কাপড় বা টিস্যু পেপারে ভরে তা কিছুক্ষণ ক্ষতস্থানে জোরে চেপে ধরে রাখুন৷ এতে রক্ত পড়া যেমন বন্ধ হবে, তেমনি কেটে যাওয়ার কোনো চিহ্নও থাকবে না৷
পরিস্কার রাখুন
সবসময় শেভ করার জন্য নতুন, ধারালো ব্লেড ব্যবহার করা উচিত৷ মুখে শেভিং ক্রিম, ফোম লাগানোর পর আস্তে আস্তে অল্প অল্প টেনে সোজাভাবে দাড়ি কাটতে হবে৷ এছাড়া দাড়ি কাটার সময় ব্লেড সবসময় পরিষ্কার রাখার কথা জানান জার্মান ত্বক বিশেষজ্ঞ ইওহানেস ম্যুলার-স্টাইনমান৷
আফটার শেভ
শেভ হয়ে গেলে ‘আফটার শেভ’ ব্যবহার করার পর মুখে চকচকে ভাব আনতে ময়েশ্চারাইজার যুক্ত কোনো ক্রিম লাগিয়ে নিন৷ তা না হলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে৷ অন্যথায় শেভের পরে পরে সাদাটে শুষ্কভাব কেমন যেন মুখটাকে ফ্যাকাশে করে দেয়৷
সংবেদনশীল ত্বক
একদিকে অ্যালকোহলযুক্ত ‘আফটার শেভ’ ত্বককে সংক্রমিত হওয়া থেকে দূরে রাখে, আবার অন্যদিকে ত্বককে শুষ্কও করে ফেলে৷ তাই সংবেদনশীল ত্বকের জন্য ‘স্কিন ফ্রেন্ডলি’ কোনো ক্রিম ব্যবহার করা উচিত বলে জানান জার্মান ফার্মাসিস্ট হলৎভার্থ৷