1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলিয়াস আলী

২১ এপ্রিল ২০১২

ইলিয়াস আলীকে খুঁজে বের করার ক্ষেত্রে সরকারের উদাসীনতা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান৷ তবে দ্রুততম সময়ের মধ্যে তাকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি৷

https://p.dw.com/p/14irG
Police cordon the office of the main opposition party BNP in Naya Paltan, Dhaka, Bangladesh. Aufnahmeort: Dhaka, Afnahmedatum: 11.03.2012 Copyright: DW
ছবি: DW

এদিকে ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে তাকে দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন ব়্যাব কর্মকর্তারা৷ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিককে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব৷ শুধু ইলিয়াস আলী নন, যে কোনো নাগরিক নিখোঁজ হয়ে গেলে তাঁকে খুঁজে বের করা এবং সত্যটা বের করাও সরকারের দায়িত্বের মধ্যে পড়ে৷ শনিবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ' শীর্ষক আলোচনা সভার শেষে সাংবাদিকদের সমীপে তিনি এ'কথা বলেন৷ দ্রুততম সময়ের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে খুঁজে বের করতে তিনি সরকারের প্রতি আহ্বানও জানান৷ ইলিয়াস আলীকে খুঁজে বের করার ক্ষেত্রে সরকারের উদাসীনতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এটি ঠিক নয়৷ এ ক্ষেত্রে সরকারের উদাসীনতা দেখা যাচ্ছে না৷ ঘটনার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী ইলিয়াস আলীর বাড়িতে গেছেন এবং তাঁকে খুঁজে বের করতে তত্পরতা চলছে৷

ড. মিজানুর রহমান আরও বলেন, কমিশনের তদন্তে গুম ও নিখোঁজের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে৷ আইনি বাহিনীর সংশ্লিষ্টতা থাকলে সত্য অনুসন্ধান করা ছাড়া কমিশনের আর কিছু করার থাকে না৷ তবে এ ক্ষেত্রে কমিশন ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করে থাকে৷ পুলিশের তদন্ত ব্যর্থতা নিয়েও কথা বলেন তিনি৷

এদিকে শনিবার সকালে ব়্যাব-১ এর একটি প্রতিনিধি দল ইলিয়াস আলীর বনানীর বাসায় যান৷ তারা ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে দ্রুততম সময়ের মধ্যে তাকে খুঁজে বের করার ব্যাপারে আশ্বাস দেন৷ তদন্ত নিয়েও কথা বলেন ব়্যাব কর্মকর্তারা৷ বৈঠক শেষে ব়্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, তাদের তদন্তে কোন গাফিলতি নেই৷ তারা ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করছেন ৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য