নিজেকে নির্দোষ দাবি ড. ইউনূসের
৯ নভেম্বর ২০২৩বৃহস্পতিবার (৯ নভেম্বর) আত্মপক্ষ সমর্থন করতে ঢাকার তৃতীয় শ্রম আদালতে উপস্থিত হয়ে নিজেকে লিখিতভাবে নিরপরাধ দাবি করেছেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ আদালতে উপস্থিত মামলার অপর তিন অভিযুক্তও নিজেদের নির্দোষ দাবি করেন৷
আদালত প্রাঙ্গনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, "যা বলার লিখিতিভাবে বলেছি, যাতে সবাই জানতে পারে পরিষ্কারভাবে৷”
তিনি আরও বলেন, "আমি যে সমস্ত উদ্যোগ নিয়েছি, কোনোটা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নেইনি৷ এটা গ্রামীণ ব্যাংক হোক, সেটা অন্যান্য বহু প্রতিষ্ঠান হোক৷''
গ্রামীণ ব্যাংক মানুষের উপকার করার উদ্দেশ্যেই সব উদ্যোগ নিয়েছিলো বলে উল্লেখ করেন তিনি৷
তার আইনজীবী খাজা তানভীর আহমেদ বলেন, "বাংলাদেশ সরকারের একমাত্র উদ্দেশ্য হলো বিশ্বের সামনে ড. ইউনূসকে হেনস্তা করা ও ছোট করা৷”
ফৌজদারি আদালত ও শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মোট ১৭৫ টি মামলা চলমান রয়েছে৷
চলতি বছরের আগস্টে ১০০ জন নোবেল বিজয়ী সহ ১৬০ জন খ্যাতনামা ব্যক্তি ড. ইউনূসকে আইনি হয়রানি বন্ধের আহ্বান জানান৷
এসএইচ/এফএস (এএফপি, দ্য ডেইলি স্টার)