1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজের কুকর্মের জন্য ক্ষমা চাইলেন পোলান্সকি

২ অক্টোবর ২০১১

অবশেষে নিজের কৃতকর্মের কথা স্বীকার করলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রোমান পোলান্সকি৷ প্রায় ৩৪ বছর আগে ১৩ বছর বয়সি কিশোরী সামান্থা গেইমারকে ধর্ষণের জন্য জনসমক্ষে ক্ষমা চাইলেন অস্কারজয়ী পোলানস্কি৷

https://p.dw.com/p/12kZe
রোমান পোলান্সকিছবি: dapd

সম্প্রতি জুরিখ ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে পোলানস্কিকে৷ এই উৎসবেই প্রদর্শিত হয়েছে তার বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘রোমান পোলানস্কি: এ ফিল্ম মেমোয়ার'-এর৷ এই প্রামাণ্যচিত্রের একটি অংশে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন ৭৮ বছর বয়সি এই নির্মাতা৷ এছাড়া সুইস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি এই কৃতকর্মের কথা স্বীকার করেছেন৷
সামান্থার কাছে ক্ষমা চেয়ে পোলানস্কি বলেন, ‘প্রতিটি মানুষই ভুল করে৷ আমিও ভুলের ঊর্ধ্বে নই৷ আমি অনেক বড় ভুল করেছি৷ সামান্থার সঙ্গে যা ঘটেছে তার জন্য আমি খুবই অনুতপ্ত৷ সেই ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী৷'
উল্লেখ্য, ৪৭ বছর বয়সী সামান্থা এখন তিন সন্তান নিয়ে সংসার করছেন৷ ২০০৯ সালে তার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন পোলানস্কি৷ ১৯৭৭ সালে সামান্থাকে ধর্ষণের পর পোলান্সকির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়৷ এর পরের বছর আদালতের রায়ের আগে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান পোলান্সকি৷ তার বিরুদ্ধে এখনও হুলিয়া জারি রেখেছে মার্কিন কর্তৃপক্ষ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য