নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন খালেদা জিয়া
১৩ ডিসেম্বর ২০০৮শুক্রবার স্থানীয় একটি হোটেলে বিএনপির ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ তিনি জানান, কৃষি উৎপাদন বাড়িয়ে এবং দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষ যাতে দু বেলা খেতে পারে সে ব্যবস্থা নেবে বিএনপি৷ তিনি এজন্য কৃষিতে প্রয়োজনীয় ভর্তুকি দেয়া হবে৷
বিএনপি ক্ষমতায় গেলে ৩০ দিনের মধ্যে মন্ত্রী এমপিদের সম্পদের হিসেব প্রকাশ করবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়া৷ তিনি বলেন, সমাজের সকল স্তরে সব শ্রেণীর দুর্নীতির বিস্তার ঘটেছে৷ বাংলাদেশের উন্নতির অন্যতম বাধা এই দুর্নীতির অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে আমরা দুর্নীতি দমন ও দুর্নীতির উৎসমুখ বন্ধের উদ্যোগ নিয়েছি৷ দুর্নীতি দমন কমিশনকে সংবিধান অনুযায়ী আরও কার্যকর করার কথাও জানিয়েছেন বেগম খালেদা জিয়া৷
দেশ বাঁচাও মানুষ বাঁচাও এ স্লোগানকে ধারণ করে এবারের ইশতেহারে দেশের প্রত্যেকটি পরিবারে কমপক্ষে একজনকে কাজ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে৷ খালেদা জিয়া জানিয়েছেন ক্ষমতায় যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংসদকে আরও কার্যকর করা হবে৷ এদিকে ইশতেহার ঘোষণার পরপরই খালেদা জিয়া রাজধানী ঢাকায় গণসংযোগ শুরু করেন৷