1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্মাণের নতুন পদ্ধতি আর্বান মাইনিং

১২ নভেম্বর ২০২৪

নির্মাণের নতুন পদ্ধতি হিসেবে গত কয়েক বছরে আর্বান মাইনিং জনপ্রিয় হয়ে উঠেছে৷ এই পদ্ধতিতে নতুন ভবন তৈরিতে পুরনো ভবনের উপকরণ কাজে লাগানো হয়৷

https://p.dw.com/p/4mwX4
নগরের সুউচ্চ ভবন
পুরাতন ভবনের উপকরণও চাইলে নতুন ভবন তৈরিতে ব্যবহার করা সম্ভবছবি: DW

জার্মানির হাইডেলব্যার্গের এক ভুতুড়ে এলাকা সংস্কার করতে আর্বান মাইনিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে৷ ঐ ভুতুড়ে এলাকায় একসময় মার্কিন সামরিক ঘাঁটি ছিল৷ প্রায় পাঁচ হাজার মানুষ সেখানে বাস করতেন৷

সেখানকার ৩০০টি ভবনের মধ্যে অনেকগুলো সংস্কার করা হবে৷ বাকিগুলো ভেঙে সেগুলোর উপকরণ রিসাইকেল কিংবা পুনর্ব্যবহার করা হবে৷

হাইডেলব্যার্গের ডেপুটি মেয়র ইয়ুর্গেন ওডসুক বলেন, ‘‘এখানে আসলেই অনেক সম্পদ আছে৷ আমরা সেগুলো কাজে লাগাতে চাই৷ নতুন এলাকা গড়ে তুলতে সেগুলো ব্যবহার করতে চাই৷''

প্রায় এক-তৃতীয়াংশ ভবন সংস্কার করা হবে৷ বাকিগুলো ভেঙে ফেলে সেই জায়গায় বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এমন ভবন নির্মাণ করা হবে৷

এই প্রকল্পের বিশেষ দিক হচ্ছে, ভেঙে ফেলা ভবনের উপকরণগুলো আবর্জনার স্তূপে না ফেলে সেগুলো পুনর্ব্যবহার কিংবা রিসাইকেল করা হবে৷

বর্তমানের নির্মাণ পদ্ধতিতে উন্নতি আনা প্রয়োজন৷ কারণ, বৈশ্বিক জ্বালানি-সংশ্লিষ্ট কার্বন নির্গমনের ১৩ শতাংশের জন্য দায়ী নির্মাণখাত৷

শুধু ভবন নির্মাণ নয়, ভবন ভাঙার পরও প্রায় সবকিছুই আবর্জনার স্তূপে ফেলা হয়৷ ইউরোপে মোট আবর্জনার এক-তৃতীয়াংশ আসে নির্মাণ খাত থেকে৷

গত ৫-১০ বছরে আর্বান মাইনিংয়ের বিষয়টি আলোচনায় এলেও বিষয়টি নতুন নয়৷

ভবন নির্মাণের নতুন পদ্ধতি আর্বান মাইনিং

টেকসই বিষয় নিয়ে কাজ করা ডাচ সংস্থা মেটাবলিকের নিকো শুটেন জানান, ‘‘শিল্প বিপ্লবের আগ পর্যন্ত আর্বান মাইনিং সাধারণ বিষয় ছিল৷'' তিনি বলেন, ‘‘শিল্প বিপ্লবের সময় উৎপাদনের অনেক প্রক্রিয়া আবিষ্কৃত হওয়ায় কোনো কিছু তৈরি করতে খরচ কম হত৷ সে কারণে কম দামে নতুন পণ্য পাওয়া যেত৷ তাই পুনর্ব্যবহারের চল উঠে গিয়েছিল৷''

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর কর্তৃপক্ষ ভবন ভাঙার পরিবর্তে পুনর্নির্মাণ বাধ্যতামূলক করে আইন তৈরি করছে৷

কিন্তু আর্বান মাইনিংয়ের বিষয়টি সব জায়গায় একইরকম নয়৷ জাতিসংঘের টেকসই ভবন নির্মাণ কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তা উশা আইয়ার-রেনিগা বলেন, ‘‘আমরা যেভাবে সমস্যাটা দেখছি, আর যেভাবে সমাধানের চেষ্টা করছি, সেটা সব অঞ্চল ও দেশে একইরকম নয়৷''

যেমন গ্লোবাল সাউথে গ্লোবাল নর্থের মতো এত ফাঁকা বাড়ি, অফিস ও দোকান নেই৷ কিন্তু তারপরও সেখানে আর্বান মাইনিং বেশ প্রচলিত- যদিও সেখানকার মানুষ হয়ত এটাকে এই নামে ডাকে না৷

উশা আইয়ার-রেনিগা বলেন, ‘‘যেমন আপনি যদি অস্থায়ী বসতিগুলোর কথা ধরেন, দেখবেন, সেগুলো তৈরিতে যে উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলো এই কাজে ব্যবহারের আগে আরও কয়েকবার অন্য কাজে ব্যবহার হয়েছে৷''

ভবন নির্মাণে পুরনো উপকরণের ব্যবহার যতই বাড়ুক না কেন, নতুন উপকরণ ব্যবহার কখনও বন্ধ হবে না৷

এটা শুধু বিদ্যমান ভবন পুনর্নিমাণের বিষয় নয়, আমরা কীভাবে ভবন বানাচ্ছি, তারও বিষয়৷

পুরনো উপকরণ দিয়ে ভবন নির্মাণকে উৎসাহিত করার বিষয়টি পরিবর্তন আনতে সহায়ক হবে- তবে আরও সময় লাগবে৷

ডেভ ব্রানেক/জেডএইচ