1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণীর শ্লীলতাহানি

৩০ মে ২০১২

ঢাকার সিএমএম আদালতে পুলিশের হাতে এক তরুণীর শ্লীলতাহানি এবং সাংবাদিক ও আইনজীবীদের নির্যাতনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে কেন আইনী ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের ওপর রুল দিয়েছে হাইকোর্ট৷

https://p.dw.com/p/154YT
ছবি: Reuters

মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার সিএমএম আদালতে বাবা-মায়ের সঙ্গে একটি মামলার কাজে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হন এক তরুণী৷ তাঁর বাবা-মাকেও নির্যাতন করা হয়৷ আর সাংবাদিক এবং আইনজীবীরা এর প্রতিবাদ করলে, লাঠি পেটা করা হয় তাদেরও৷

এই ঘটনায় আজ হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি জাহাঙ্গির হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সরকারের ওপর দু'সপ্তাহের রুল জারি করে৷ রুলে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কেন মামলা হবেনা - তা জানাতে চাওয়া হয়েছে৷ স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি এবং পুলিশ কমিশারের প্রতি রুল জারি ছাড়াও আদালত লালবাগের সহকারী পুলিশ কমিশনারসহ ঘটনার জন্য দায়ী ছয়জন পুলিশ কর্মকর্তাকে আগামী ৬ই জুন আদালতে তলব করে৷ অর্থাৎ, নির্যাতনের সঙ্গে জড়িত ছয়জন পুলিশ কর্মকর্তাকে ঐ দিন হাইকোর্টে হাজির থাকতে হবে৷ যা সাংবাদিকদের জানান ডেপুটি অ্যাটর্নি জনারেল এবিএম আলতাফ হোসেন৷

আদালত পুলিশের সাম্প্রতিক সময়ের আচরণে উদ্বেগ প্রকাশ করে৷ প্রসঙ্গত, এই আদালতই মাত্র একদিন আগে তিনজন ফটো সাংবাদিককে পুলিশি নির্যাতনের ঘটনায় রুল জারি করে৷ তাদের আচরণের অন্তর্নিহিত কারণ জানতে এসব পুলিশ কর্মকর্তার জীবন ইতিহাস এবং অতীত কর্মকাণ্ডের রেকর্ড ৪৮ ঘণ্টার মধ্যে জমা দিতে পুলিশের আইজিকে নির্দেশ দেয় আদালত৷

হাইকোর্ট নির্যাতিত তরুণী, সাংবাদিক এবং আইনজীবীদেরও ৬ই জুন আদালতে হাজির হয়ে ঘটনার বর্ণনা দিতে বলেছে৷ আর আসতে বলেছে মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামালকে৷ পুলিশি নির্যাতনের শিকার হওয়া ঐ তরুণীকে সেদিন তাঁর বাবা-মা সাথে করে নিয়ে আসবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য