1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিয়ম মানার কাউন্সিল

২৪ জুলাই ২০০৯

সাড়ে ৬ বছর পর ক্ষমতাসীন আওয়ামীলীগের শুক্রবারের কাউন্সিল, নিয়ম মানার কাউন্সিল৷ কারণ ২৫শে জুলাই রোববারের মধ্যে দলের নতুন গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দিতে হবে৷ আর তা অনুমোদনের জন্যই একদিন আগে এই কাউন্সিল অনুষ্ঠিত হল৷

https://p.dw.com/p/Iwv8
বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাছবি: Picture-alliance/dpa

সকালে বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যা এখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ওয়ান ইলেভেনের পর দলকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে৷ অনেক প্রলোভন দেখানো হয়েছে৷ কেউ কেউ প্রলোভনের ফাঁদে পা-ও দিয়েছেন৷ কিন্তু গণমানুষের দল আওয়ামী লীগ এগিয়ে গেছে তার আপন গতিতে৷

শেখ হাসিনা নেতা-কর্মীদের লোভ লালসার উর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য কাজ করার আহবান জানিয়েছেন৷

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেল ৩টায় সাড়ে ৫ হাজার কাউন্সিলরকে নিয়ে শুরু হয় রুদ্ধ দ্বার অধিবেশন৷ চলে বিকেল ৫টা পর্যন্ত৷ এই অধিবেশনে দলের গঠনতন্ত্র অনুমোদন এবং শেখ হাসিনাকে ৬ষ্ঠ বারের মত সভানেত্রী নির্বাচন করা হয়৷ সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামকে৷ অন্যান্য পদে নির্বাচনের ক্ষমতা শেখ হাসিনাকে দেন কাউন্সিলররা৷

এদিকে জাতীয় পার্টি কাউন্সিল অধিবেশন করেছে ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে৷ হোসাইন মুহাম্মদ এরশাদের সভাপতিত্বে কাউন্সিলে দলের গঠনতন্ত্র এবং নেতৃত্বে মৌলিক কোন পরিবর্তন আসেনি৷ এরশাদকে আবারো আজীবনের জন্য দলের চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে৷

অন্যদিকে বিরোধী দল বিএনপি নির্ধারিত সময়ে দলের গঠনতন্ত্র সংশোধন এবং কাউন্সিল অনুষ্ঠানে ব্যর্থ হয়েছে৷ তারা ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে নির্বাচন কশিমনের কাছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুস সাত্তার