1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেটওয়ার্কিং করুন, চকলেট খান!

২৩ সেপ্টেম্বর ২০১০

চকলেটের জন্য বিখ্যাত সুইজারল্যান্ড৷ সেখানেই এবার প্রথমবারের মতো তৈরি হলো শুধু চকলেট নিয়ে একটি সামাজিক নেটওয়ার্ক৷ ঠিকানা http://www.myswisschocolate.ch/

https://p.dw.com/p/PIu0
ছবি: AP

ফেসবুকের আদলে তৈরি এই নেটওয়ার্কে সদস্য হলেই আপনি পাবেন পাঁচ ডলারের একটি ভাউচার৷ এরপর যত বন্ধু বানাবেন সেই হিসেবে বাড়তে থাকবে আপনার ‘চকলেট অ্যাকাউন্ট'৷ অর্থাৎ আপনি পাবেন আরও কিছু অর্থ৷

এই ওয়েবসাইটে গেলে আপনি ইচ্ছেমত তৈরি করতে পারবেন পছন্দের চকলেট৷ যেটা পরে তৈরি করে পাঠিয়ে দেয়া হবে আপনার ঠিকানায়৷ বর্তমানে ১৫টি দেশে এই সুবিধা পাওয়া যাচ্ছে৷

আপনার চকলেটের যে মূল্য আসবে সেটার পুরোটাই আপনাকে দিতে হবে না৷ কারণ বন্ধু বাড়ানোর জন্য আপনার চকলেট অ্যাকাউন্ট-এ অর্থ জমা হয়ে আছে৷

মাত্র গত সপ্তাহেই চালু হয়েছে ওয়েবসাইটটি৷ এরই মধ্যে একশোরও বেশি মানুষ এর সদস্য হয়েছেন৷ তবে সাইটটির প্রতিষ্ঠাতা স্ভেন বাইখলারের আশা বছর শেষে সদস্য সংখ্যা এক হাজার পেরিয়ে যাবে৷

উল্লেখ্য, চকলেট জনপ্রিয় করতে সুইজারল্যান্ডের অবদান অনেক৷ এজন্য আঠার দশকের দিকে সুইসরা অনেক চেষ্টা করেছিলেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী