পঞ্চায়েতে তৃণমূলের বিপুল জয়
১১ জুলাই ২০২৩নির্বাচনে যে ধরনের সহিংসতা হয়েছে, তাতে অবশ্য এই ফল প্রত্যাশিত।
৬৩ হাজার ২২৯টি আসনের মধ্যে প্রায় ৪০ হাজার আসনের ফলাফল এসেছে। তাতে দেখা যাচ্ছে, পঞ্চায়েতে তৃণমূল জিতেছে প্রায় ৩০ হাজার আসনে, সিপিএমের নেতৃত্বে বামেরা প্রায় দুই হাজার আসনে, কংগ্রেস এক হাজার ২১২টি, বিজেপি পাঁচ হাজার ১৮৭টি এবং অন্যরা এক হাজার ৫৭৫টি আসনে জয়ী।
কংগ্রেস মুর্শিদাবাদ ও মালদহে ভালো ফল করেছে। দুইটিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। বিজেপি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো করেছে। দক্ষিণবঙ্গেও তারা বামেদের টপকে দ্বিতীয় স্থানে আছে। বামেরা সব জেলাতেই অল্পবিস্তর আসন পেয়েছে।
দক্ষিণ ২৪ পরগণায় আইএসএফ কিছু জায়গায় ভালো ফল করেছে। তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা আরাবুল ইসলামের গ্রামের পঞ্চায়েত আইএসএফ ও ভূমিরক্ষা কমিটি মিলে দখল করেছে। পঞ্চায়েত সমিতিতেও তারা আসন জিতেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাবাড়ির গ্রাম রামপুরহাটের কাছে কুসুম্বাতে তিনটি আসনের মধ্য়ে বিজেপি দুইটিতে জয়ী হয়েছে। একটি পেয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের বুথে বিজেপি জিতেছে।
নন্দীগ্রামে ১৭টি পঞ্চায়েতের মধ্যে সাতটিতে বিজেপি জয়ী, তিনটিতে তৃণমূল। দার্জিলিংয়ে বিজেপি-র দখলে একটি গ্রাম পঞ্চায়েত, তিনটি ত্রিশঙ্কু ও অন্যরা একটিতে। সিঙ্গুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। দিনহাটায় ছয়টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। গণহত্যার বগটুইয়ে জিতেছে তৃণমূল।
রাজ্যের ৫৮টি প়ঞ্চায়েত সমিতিতে জয়ী তৃণমূল। বিজেপি নয়টি ও বামেরা দুইটি আসনে জিতেছে।
বাঁকুড়ায় জেলা পরিষদের নয়টি আসনে তৃণমূল জিতেছে। দক্ষিণ ২৪ পরগনার ১৪টি জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল।
রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গ্রাম পঞ্চায়েত দখল করলো কংগ্রেস।
জিএইচ/এসজি (পিটিআই, এবিপি আনন্দ)