1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পঞ্জিকার পাতা মেনে দেশজুড়ে শীত

১৯ ডিসেম্বর ২০১৯

পৌষের শুরুতেই রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ভোরের রাজধানীর তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে৷

https://p.dw.com/p/3V4f7
Bangladesch Winter & Nebel in Dhaka
ছবি: bdnews24.com/Md. Asaduzzaman Pramanik

জলবায়ুর পরিবর্তনের ধাক্কা বেশ ভালোই টের পাচ্ছে বাংলাদেশ৷ একসময়কার ষড়ঋতুর দেশে এখন আর তীব্র গরম আর বৃষ্টি ছাড়া আলাদা করে কিছু টের পাওয়া মুশকিল৷ দেশের বাকি অংশগুলোতে যাই থাক, দূষিত বায়ুর ঢাকায় শীতকালেও ফ্যান ছাড়তে হতো বাসিন্দাদের৷

শীতই আসে না তো আর শীতের উৎসব কী! ফলে শীতকে সামনে রেখে চিরায়ত বাংলার পিঠাপুলি, খেজুরের রসসহ নানা আয়োজন ঢাকা জুড়ে হতো ঠিকই কিন্তু সেসব উৎসবেও অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে ছিল কমতি৷

কিন্তু এবারের ঘটনা ভিন্ন৷ ১৬ই ডিসেম্বর ছিল পয়লা পৌষ৷ বলতে গেলে পঞ্জিকা মেনেই ঠিকঠাক চলে এসেছে শীত৷ বৃহস্পতিবার তো রীতিমতো ঝাঁপিয়ে পড়লো কুয়াশা৷ শীতের আমেজ এবার তাই শীতেই টের পাচ্ছেন রাজধানীবাসী৷

ঢাকায় বৃহস্পতিবার সকাল ৯টার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরো কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই দুই দিনে ঢাকায় তাপমাত্রা কমতে পারে আরো ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

Bangladesch Winter & Nebel in Dhaka
ছবি: bdnews24.com

এই মুহূর্তে দেশের ওপর দিয়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস৷ তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়৷ তাপমাত্রা আরো কমে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের নেমে এলে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরে নেয়া হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের জেলাগুলোতে, বিশেষ করে রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারি, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে বুধবার থেকে।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এটাই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। থার্মোমিটারের পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে রাজশাহী, ঈশ্বরদী, নওগাঁর বদলগাছী, কুড়িগ্রামের রাজারহাট ও যাশোরেও।

হঠাৎ শীত বেড়ে যাওয়ায় শীতের কাপড়ের কেনাকাটাও বেড়েছে৷ রাজধানীর বায়তুল মোকাররম, গুলিস্তান, বঙ্গমার্কেট, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় শীতের কাপড় ও লেপ-কম্বলের দোকানেও ভিড় বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশের গণমাধ্যম৷

এডিকে/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য