জার্মানির প্রতি তাইওয়ানের অসন্তোষ
১৪ জুলাই ২০২০জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের একটি অংশে বলা আছে বিভিন্ন রাষ্ট্রের সাথে জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্কের কথা৷ ওয়েবসাইটের সেই অংশ থেকে গত সপ্তাহে সরিয়ে দেওয়া হয় তাইওয়ানের পতাকার ছবি৷ এরপর সোমবার তাইওয়ান এর প্রতিক্রিয়া জানায়৷
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ওউ সাংবাদিকদের বলেন, তারা ‘স্পষ্টভাবে’ তাদের সরকারের অবস্থান তাইওয়ানের রাজধানী তাইপের জার্মান ইন্সটিটিউটকে জানিয়েছেন৷ প্রসঙ্গত, এই জার্মান ইন্সটিটিউট জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ৷
বিশ্বের অন্যান্য জাতীয় বা অঞ্চলভিত্তিক পতাকা, যেমন চীনের হংকং বা ম্যাকাওয়ের পতাকা এখনো আছে সেই ওয়েবসাইটে৷ শুধু তাইওয়ানের পতাকার জায়গাটা খালি৷ আগে সেখানে থাকতো তাইওয়ানের পতাকার ছবি৷
এ বিষয়ে ওউ বলেন, এমন আচরণ তারা মেনে নেবেন না৷
জার্মানির ‘এক চীন' নীতির প্রভাব?
জার্মান সংবাদসংস্থা ডিপিএতে প্রকাশিত জোয়ান ওউয়ের মন্তব্যের আগে ও পরে অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয় জার্মান সরকারের ওয়েবসাইট থেকে পতাকা সরানোর খবর ৷ এরপর ১০ জুলাই একটি সংবাদ সম্মেলনে জার্মানির পক্ষে মুখপাত্র রাইনার ব্রেউল জানান, এই পদক্ষেপ আসলে জার্মানির ‘এক চীন’ নীতির প্রকাশ৷ তাঁর এই মন্তব্য প্রকাশিত হয় তাইওয়ানের সরকারচালিত ‘রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল (আরটিআই)’ ও ‘তাইওয়ান নিউজ’ সংবাদমাধ্যমে৷
রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনালকে ব্রেউল বলেন, ‘‘আমাদের তাইওয়ানের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই৷ স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে আমরা তাইওয়ানকে চিনি না৷ সুতরাং, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে আমরা বিশ্বের বিভিন্ন স্বতন্ত্র রাষ্ট্রের সাথে অন্যান্য অঞ্চলের যে পার্থক্য মেনে চলি, তা নিয়ে অবাক হবার কিছু নেই৷’’
জন সিল্ক/এসএস