1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদার্থবিদ্যায় নোবেল জয় করলেন তিন বিজ্ঞানী

৪ অক্টোবর ২০১১

২০১১ সালে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জয় করেছেন দুই মার্কিন এবং এক অস্ট্রেলীয় বিজ্ঞানী৷ মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে গবেষণায় নোবেল জয় করেন তাঁরা৷

https://p.dw.com/p/12lYy
Adam Riess, Brian P. Schmidt
মার্কিন বিজ্ঞানী অ্যাডাম রিস এবং অস্ট্রেলিয়ান ব্রায়ান স্মিটছবি: picture alliance/dpa/DW-Montage

সল পার্লমাটার এবং অ্যাডাম রিস মার্কিন বিজ্ঞানী৷ সঙ্গে একমাত্র অস্ট্রেলিয়ান ব্রায়ান স্মিট৷ এই তিন বিজ্ঞানী এবছর পদার্থবিদ্যায় নোবেল জয় করেছেন৷ তাঁরা ‘‘টাইপ ওয়ানএ সুপারনোভা'' বিষয়টি নিয়ে গবেষণা করেছেন৷ তাঁদের গবেষণায় প্রতীয়মান হয় যে, এই মহাবিশ্বের পরিধি শুধু বাড়ছেই না, এর  গতিও নির্মমভাবে দ্রুততর হচ্ছে৷ 

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর সল পার্লমাটারকে নোবেল জয় থেকে প্রাপ্ত অর্থের অর্ধেক প্রদান করা হবে৷ বাকি অর্থ পাবেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির প্রেফেসর ব্রায়ান স্মিট এবং জন হপকিন্স ইউনিভার্সিটির স্পেস টেলিস্কোপ সাইন্স ইন্সটিটিউটের প্রফেসর অ্যাডাম রিস৷ এই পুরস্কারের অর্থমূল্য দশ মিলিয়ন সুইডিশ ক্রোন বা ১.০৮ মিলিয়ন ইউরো৷

নোবেল জয়ের পর বার্তাসংস্থা এএফপি'কে প্রফেসর স্মিট জানান, ‘‘এটা আমার জন্য এক বড় চমক ছিল৷'' মার্কিন বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান বিজ্ঞানী বর্তমানে ক্যানবেরায় অবস্থান করছেন৷ টেলিফোনে তিনি বলেন, ‘‘সত্যি কথা বলতে কি, পুরস্কারের পুরো বিষয়টি নিয়ে আমি সন্দিগ্ধচিত্তে ছিলাম৷ তাই, আমি যখন নোবেল জয়ের ফোন পাই, সেটা আমার জন্য বড় চমক ছিল৷''

epa02950084 Undated University of California at Berkeley handout image of Astrophysics Professor Saul Perlmutter who was awarded the Nobel Prize in Physics 04 October 2011. The Nobel Prize in Physics was awarded with one-half to Saul Perlmutter and the other half jointly to Brian P. Schmidt and Adam G. Riess 'for the discovery of the accelerating expansion of the Universe through observations of distant supernovae.' EPA/UNIVERSITY OF CALIFORNIA AT BERKELEY / HANDOUT +++(c) dpa - Bildfunk+++
২০১১ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন অপর মার্কিন বিজ্ঞানী সল পার্লমাটার’ওছবি: picture alliance/dpa

প্রফেসর পার্লমাটার ১৯৮৮ সালে শুরু হওয়া ‘সুপারনোভা কসমোলজি' প্রকল্পের নেতৃত্ব দেন৷ প্রফেসর স্মিট এবং প্রফেসর রিস ১৯৯৪ সালে একই ধরনের প্রকল্পে কাজ শুরু করেন৷ সেই প্রকল্পের নাম অবশ্য ‘হাই-জেড সুপারনোভা সার্চ টিম'৷

পদার্থবিদ্যায় নোবেল জয়ী এই তিন বিজ্ঞানী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে যুক্তরাজ্যের ইন্সটিটিউট অব ফিজিক্স'এর প্রফেসর স্যার পিটার নাইট বলেন, ‘‘মহাবিশ্বের প্রকৃত ধরন সম্পর্কে আমাদের চোখ খুলে দিয়েছেন এই গবেষকরা৷ তাই তাঁরা আসলেই এই পুরস্কারের দাবিদার৷''

তিন বিজ্ঞানীর এই জুটি এর আগে ২০০৬ সালে জ্যোতির্বিদ্যা বিষয়ক পুরস্কার ‘শ প্রাইজ' জয় করেন৷ সেই পুরস্কারের অর্থমূল্য ছিল দশ লাখ মার্কিন ডলার৷ এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পার্লমাটার এবং রিস জয় করেন আলবার্ট আইন্সটাইন মেডেল৷ আগামী ডিসেম্বরের দশ তারিখ স্টকহোমে এই তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার প্রদান করা হবে৷ ১৮৯৬ সালের এই দিনেই প্রাণ হারিয়েছিলেন এই পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেল৷ 

উল্লেখ্য প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য এবং অর্থনীতি খাতে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে৷ এবছর রসায়নে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে বুধবার৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ